কাবা শরীফ ধোয়ার কাজ সম্পন্ন।

লিখেছেন লিখেছেন ফখরুল ০৮ নভেম্বর, ২০১৪, ১০:২৫:৫৩ রাত



মক্কার গভর্নর প্রিন্স মিশাল বিন আব্দুল্লাহর নেতৃত্বে শনিবার কাবা শরিফ ধোয়ার কাজ সম্পন্ন হয়।

দুই রাকাত নফল নামাজ পড়ে কাবা ধোয়ার কাজ শুরু হয়। কাবা শরিফ ধোয়ার কাজে গোলাপজল, উদ, কস্তরী মিশ্রিত যমযমের পানি ব্যবহার করা হয়েছে। দুই মসজিদ বিষয়ক দফতরের নির্বাহী প্রধান শায়খ আবদুর রহমান আসসুদাইস, উপ-প্রধান শায়খ মোহাম্মদ আল-খোজাইমসহ মন্ত্রী, শীর্ষ আলেম, কূটনীতিক, সাধারণ নাগরিক এবং দর্শনার্থীরা এতে যোগদান করেন।

হজ ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর দুইবার, মহররম ও শাবান মাসে কাবা শরিফের ভেতরে ধোয়ার কাজ পরিচালিত হয়। মক্কার প্রধান মসজিদ কমপ্লেক্সের ভেতরে কাবা শরিফ অবস্থিত। এটি বিশ্বের সকল মুসলমানদের বিশ্বাসের প্রধান কেন্দ্র, ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করেন। প্রতি বছর লাখ লাখ লোক হজ ও ওমরাহ পালনে কাবায় আসেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘পর পর নবম বার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি বলেন ‘আরও একবার আমাকে এই সুযোগ দেবার জন্য হজ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।’

কাবা শরীফ ধৌতকরণ অনুষ্ঠানে অংশ নিতে এসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক জাফার বলেন, ‘এটি একটি মহা সম্মান, পঞ্চম বারের মত এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

The Report24

বিষয়: বিবিধ

১৬১১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282459
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : Applause Applause Rose Rose
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৫০
225839
ফখরুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ। Rose Rose
282461
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৭
ইক্লিপ্স লিখেছেন : বাহ দারুণ তো
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৫০
225840
ফখরুল লিখেছেন : আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ। Rose Rose
282463
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৪
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া আমি যে কেন যাইতে পারলাম না এই কাজে At Wits' End At Wits' End -- খুব ভাল লেগেছে--

ভাইয়া আপনি গেছিলেন-- আপনি তো সৌদিতে থাকেন তাই জানতে চাইলাম-- জানাবেন আশা রাখছি Bring it On Bring it On
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৭
225842
ফখরুল লিখেছেন : জি আমি টুক টাক রিপোট করি। একটা নিউজ এ কাজ করি। আপনাকে ধন্যবাদ। Rose Rose
282811
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : হজ্জের পর কাবা শরীফ ধোয়ার জন্য দু’মাস বন্ধ থাকে। এ সময় সম্ভবত ওমরা ও করতে দেয়না। ধন্যবাদ আপনাকে
১০ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
226201
ফখরুল লিখেছেন : নাহ ভাইজান ওমরা করা যায়। আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File