হামদ
লিখেছেন লিখেছেন ফখরুল ০৮ নভেম্বর, ২০১৪, ১২:৫২:২২ দুপুর
কথা ও সুরঃ ফখরুল ইসলাম
কে সাজিয়েছেন এই ধরণী এত যতনে
বৃক্ষ লতা দিন রজনী এত যতনে
তিনি হলেন মহান প্রভু রাব্বুল আলামিন।
প্রভাত বেলায় কার ইসারায়,
সূর্য উদয় হয়।
রাতের বেলায় তারার মেলায়,
আকাশটা সাজায়।
পাখ পাখালির কণ্ঠে যেন দিলে মিষ্টি মধুর গান। ঐ
গোধূলি বেলায় সূর্য ডোবায়,
কি নিপুন ছোঁয়ায়।
রাতের বেলায় চাদের আলোয়,
জোছনা ছড়ায়।
পাখ পাখালির কণ্ঠে যেন দিলে মিষ্টি মধুর গান। ঐ
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুর ও সংগীতায়োজনে ভিডিও সহ দিলে আমরা শুনতে পারতাম! নিজে নিজে গাওয়ার চেষ্টাও করতাম!!!
আপনাকে ধন্যবাদ ভাইজান।
ইনশা আল্লাহ! সব সময়ের জন্যেই পুর্ণ সুস্হ্যতার দোয়া আল্লাহর কাছে!!
মন্তব্য করতে লগইন করুন