ষড় ঋতুর দেশ
লিখেছেন লিখেছেন ফখরুল ০৬ নভেম্বর, ২০১৪, ১১:০১:২৭ সকাল
সবুজ শ্যামল দেশ যে আমার রূপের নেইকো শেষ।
বন বনানীর দেশ যে আমার অপরূপ পরিবেশ।
ষড় ঋতুর দেশ যে আমার সোনার বাংলাদেশ
পদ্মা মেঘনা যায় বয়ে যায় এ দেশের বুক চিরে।
পাল তুলে নাও চালায় মাঝি ভাটির গানের সুরে।
এ দেশেতে রাখাল ছেলে বাজায় বাঁশি বেশ।
এ দেশেতে শিশির জমে ভোরের সবুজ ঘাসে।
এ দেশেতে কোকিল ডাকে শিমুল ডালে বসে।
বর্ষা কালে এ দেশ টা যে সাজে নতুন ব্যাস।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরিবেশ-পরিস্হিতির ভিন্নতায় যেমন অনুভূতির পরিবর্তন হয়!তেমনি সাম্প্রতিক বাংলাদেশ কেও 'নান্দনিক এই কবিতা'র মত ভাবতে পারি না!
স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ শব্ধের গোড়ায় গোড়ায় অনুভূত হচ্ছে যেন!!!
ধন্যবাদ।
পিলাচ
ধন্যবাদ।
ধন্যবাদ।
পাল তুলে নাও চালায় মাঝি ভাটির গানের সুরে।
আমি যেন হারিয়ে গেলাম তোমার বুকে ওগো বাংলাদেশ
ধন্যবাদ।
আপনার মত আমি দেশকে ভালবাসি তবে দেশের বর্তমান অবস্থার দিকে তাকালে মনে হয় আল্লাহ আমাকে অনেক ভাল রেখেছেন ।
কবিতা অনেক ভাল হয়েছে ভাইয়া ।
দেশ প্রেম সব সময় সর্ব ক্ষেত্রে। দেশের জন্য দোয়ার দরখাস্ত।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন