RoseGood Luck সৌদি আরবে উচ্চশিক্ষা ও সুযোগ-সুবিধা Good Luck Rose

লিখেছেন লিখেছেন ফখরুল ৩০ অক্টোবর, ২০১৪, ০২:৫৯:৩১ দুপুর

উচ্চ শিক্ষার্থে সৌদি আরব এশিয়া ও বিশ্বের মধ্যে এক অন্যতম অবস্থানে রয়েছে । আরবী ও ইসলামী শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব গোটা পৃথিবীর মধ্যে শীর্ষ স্থানীয় দেশ।



বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই । রাজধানী রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয়, দাম্মাম কিং ফাহাদ পেট্রোল SPamp মিনারেল বিশ্ববিদ্যালয়, জেদ্দা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সহ বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংরকিং এ শীর্ষ সারির মধ্যে রয়েছে ।

আরব পিছিয়ে নয় বরং সমগ্র পৃথিবীতে যেখানে নারীরা স্বাধীনতার নামে, আধুনিক শিক্ষার নামে নির্যাতিত, ধর্ষিত সেখানে সৌদি আরব নারী শিক্ষার ক্ষেত্রে নিয়ে এসেছে বিপ্লব! নিশ্চিত করেছে নারীর নিরাপত্তা, আধুনিক উচ্চ শিক্ষা ও স্বাধীনতা।



কিং সৌদ ইউনিভার্সিটি, রিয়াদ।

সৌদি আরবেই রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা, উন্নত ও আধুনিক সকল সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় । যার নাম “প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি ফর উইমেন”। এ ছাড়াও সৌদি আরবের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়েরই রয়েছে মহিলাদের জন্য পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা সম্পন্ন সম্পূর্ণ পৃথক ক্যাম্পাস ।ছাড়াও শিক্ষাঙ্গনের ‘সহশিক্ষা’ নামক সবচেয়ে বড় ব্যাধি হতেও প্রায় সৌদি আরব মুক্ত ।

১৩৯৫হি: মোতাবেক ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় । যার অধীনে প্রায় ২৫ টি সরকারি উঁচু মানের বিশ্ববিদ্যালয় রয়েছে । এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোতে সৌদি সরকার সর্ব স্তরের বিদেশী শিক্ষার্থীদের জন্য সহজে উঁচু মানের ও আধুনিক শিক্ষা গ্রহণের সুবিধার্থে বেশ কিছু লক্ষে বৃত্তি প্রদান করে আসছে ।

লক্ষ্যগুলো হল:

• ইসলামের সুমহান বিশ্ব শান্তির বাণীকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষে একদল যোগ্য বাহিনী গড়ে তোলা ।

• আরবি ভাষা ও সংস্কৃতির সংস্পর্শে নিয়ে আসা ।

• একদল যোগ্য ক্যাডার বাহিনী গঠন করা, যারা প্রশাসনিক ও বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়তা করবে.. ইত্যাদি ।



ইসলামিয়া ইউনিভার্সিটি, মদিনা। (মদিনা ইউনিভার্সিটি)

লক্ষণীয়:

বিদেশে পড়া শোনা করা সব সময় সবার জন্য কল্যাণ জনক হয় না । একজন আদর্শ ছাত্রের উচিত সব সময় তার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা । যার বিদেশে অধ্যয়ন করতে ইচ্ছুক তাদেরকে খেয়াল রাখতে হবে যে, তারা যে দেশে যে বিষয়ে অধ্যয়ন করতে চাচ্ছে সেখানে তাদের লক্ষ্য পূরণে কতটুকু পরিবেশ বিদ্যমান রয়েছে !

বিদেশে যাওয়া, বিবাহ, ইত্যাদি গুরুত্বপূর্ণ ভাল কাজের পূর্বে চিন্তা ভাবনা করা, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সাথে পরামর্শ ও এস্তেখারা করে নেওয়া উত্তম।

সৌদি আরবের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে (মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় ব্যতীত) বিদেশী শিক্ষার্থীদের জন্য অধ্যয়নের সুযোগ অত্যন্ত সীমিত ।

সৌদি আরবের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ে (মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় ব্যতীত) আরব দেশ সমূহ ব্যতীত অন্য দেশ হতে আগত শিক্ষার্থীদের জন্য প্রথমেই সরাসরি অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ নেই। এক্ষেত্রে তাদের কে প্রথমে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা ইন্সটিটিউটে ভর্তি হতে হয়। অতঃপর, ভাষা শিক্ষা ইন্সটিটিউটের সন্তোষ জনক ফলাফল অর্জিত হলে, অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ হয় ।

সাধারণত ভর্তির শর্ত সমূহে ভর্তির জন্য বিশেষ কোন ভর্তি পরীক্ষা নেওয়া হয় না । তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সাধারণ (আরবি ও ইসলামিক বিষয় ব্যতীত ) কোন বিষয়ে অনার্স ও মাস্টার্স করতে চাইলে IELTS, GRE ইত্যাদি আন্তর্জাতিক মানের পরীক্ষা সমূহের নির্দিষ্ট স্কোরের প্রয়োজন হয় । এবং আরবি ও ইসলামিক বিষয়ের ক্ষেত্রে – কিয়াস (আরবি ভাষা সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানের ) পরীক্ষার স্কোরের প্রয়োজন হয় এবং অনেক সময়ই ভর্তির শর্ত সমূহের মধ্যেও পূর্ববর্তী পরীক্ষা সমূহের অতি উঁচু মানের ফলাফল চাওয়া হয় না এবং অন্যান্য বিষয়ে বিশেষ কোন দক্ষতাও চাওয়া হয় না । তবে সৌদি আরবের বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতা মূলক ! এখানে পূর্ববর্তী পরীক্ষা সমূহের অতি উঁচু মানের ফলাফল না চাইলেও, ভর্তির সুযোগ পেতে হলে পূর্ববর্তী পরীক্ষা সমূহের ফলাফল অনেক ভাল হতে হয় ।

সৌদি আরবে বিদেশী শিক্ষার্থীদের জন্য এখনও পর্যন্ত মেডিকেলে পড়ার সুযোগ নেই ।

এখানে বৃত্তিতে পড়াকালীন সময়ে বাহিরে কোন প্রকার পার্ট টাইম/ফুল টাইম কাজ করা নিষিদ্ধ । এতে ধরা খেলে জেল জরিমানা হতে পারে এবং পড়াশুনা বন্ধ সহ দেশে ফেরত পাঠানো হতে পারে ।

আবেদনের শর্ত ও প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ:-

• আরবি ভাষা ইনস্টিটিউট বা অনার্স পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বয়স ১৭ – ২৩ (কোন কোন বিশ্ববিদ্যালয়ে ২৫ বছর ) বয়সের মধ্যে হতে হবে । মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৩০ বছর, এবং পি. এইচ. ডি. প্রোগ্রামের জন্য ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে ।

• আবেদনকারী যদি সৌদি আরবের অন্য কোন প্রতিষ্ঠান হতে বৃত্তি প্রাপ্ত হয় , তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না।

• ছাত্রীদের বৃত্তিতে আবেদনের জন্য শর্ত হল, তাদের কোন মাহরাম সৌদি আরবের কোন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে, অথবা ছাত্রীর সাথে বৃত্তির জন্য আবেদনকারী হতে হবে, বা সৌদিতে বৈধ ইকামাধারী অবস্থানকারী হতে হবে ।

• শিক্ষার্থী যদি কোন কারণে কোন বিশ্ববিদ্যালয় হতে বরখাস্ত হয়ে থাকে, তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না ।

• সৌদি আরবের স্থানীয় আইন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপর প্রযোজ্য হবে। সুতরাং শিক্ষার্থীদের অবশ্যই তা মানতে হবে ।

• সৌদি আরবের আইনের বাইরে কোন প্রকার রাজনীতি, সন্ত্রাসবাদ, ও চরমপন্থা অবলম্বন করা যাবে না এবং এসবের আলোচনাও করা যাবে না ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালীন সময় বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে থাকবে ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে তাদের বৃত্তি কালীন নির্দিষ্ট কোর্স সম্পন্ন হলে দেশে ফেরত চলে যেতে হবে ।

• যারা জন্মগত ভাবে মুসলিম না, তাদের ইসলাম গ্রহণের সনদ পত্র, (যদি প্রযোজ্য হয় )

• যারা ভাষা শিক্ষা ইন্সটিটিউট, ডিপ্লোমা বা অনার্স কোর্সের জন্য আবেদন করতে চায়, তাদের উচ্চ মাধ্যমিক পাশের পর পাঁচ বছরের মধ্যেই আবেদন করতে হবে।

• পাসপোর্ট থাকতে হবে ।

• পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডের টুপি ও চশমা ছাড়া ছবি । (ছবির সাইজ হবে 6/4)

• ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের ইকামার কপি ।

• সিভিল সার্জন অফিস হতে সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল ফিটনেসের সনদ পত্র নিতে হবে । (প্রাপ্ত মেডিকেল ফিটনেস সনদ পত্রের আরবি অনুবাদ ও নোটারী করা )

• পূর্ববর্তী পরীক্ষা সমূহের সকল সনদ ও নম্বর পত্র গুলোকে অনুমোদিত অনুবাদ কেন্দ্র হতে আরবি অনুবাদ এবং নোটারী করাতে হবে, তারপর এগুলোকে সংশ্লিষ্ট বোর্ড, শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন এবং সর্বশেষ সৌদি এ্যাম্বাসি কর্তৃক সত্যায়ন করতে হবে ।

• জন্ম নিবন্ধন পত্রের আরবি অনুবাদ ও নোটারী করাতে হবে ।

• HSC/আলিমের প্রশংসা পত্রের আরবি অনুবাদ ও নোটারী ।

• হাফেজ হলে হিফজ সার্টিফিকেট ও আরবি অনুবাদ ও নোটারী করতে হবে

• নাগরিকত্ব সনদপত্রের আরবি অনুবাদ ও নোটারী ।

• নিরাপত্তা সংক্রান্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে রাখা ( সৌদির অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় এ পত্রটি চায় । এ ছাড়াও সৌদিতে আসার ভিসা পেতে হলে অবশ্যই এ পত্রটি এ্যাম্বাসিতে জমা দিতে হবে ।)

• আবেদনকারীর নিজ দেশের ইসলামিক ফাউন্ডেশন অথবা দুজন বিশিষ্ট আলেম হতে তাযকিয়া (চারিত্রিক প্রশংসা পত্র) নিতে হবে । (এ ক্ষেত্রে আমাদের দেশে যে সকল বিশিষ্ট আলেমগণ তাজকিয়া দেন ও যাদের তাজকিয়া উল্লেখযোগ্য তারা হলেন:- ঢাকা কাঁটাবন মসজিদের খতিব মাও: খলিলুর রহমান মাদানী, মাসিক মদীনার সম্পাদক মাও: মহিউদ্দিন খান, রাবিতাহ আলম ইসলামী (World Muslim League) এর বাংলাদেশের অফিস:-৫/৫ গজনবী রোড, মোহাম্মদপুর, ঢাকা ।, ড. মুহাম্মদ সাইফুল্লাহ আহমেদ কারিম-IIUC, চট্টগ্রাম, মাও: কামালুদ্দিন জাফরী-জামেয়া কাসেমীয়া, নরসিংদী, আল্লামা সুলতান যওক নদভী- জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম প্রমুখ ।)

• সর্বশেষ উপরে উল্লেখিত সকল কাগজ পত্র গুলো প্রত্যেকটি jpg ফরমেটে প্রায় ২০০ kb সাইজের মধ্যে রেখে অত্যন্ত ভাল ভাবে স্ক্যান করে রাখতে হবে, যাতে করে জুম করলেও ভাল ভাবে পড়া যায় ।

• সার্বিক সহযোগিতা, অনুবাদ, নোটারী, পরামর্শ ইত্যাদির জন্য নিম্নোক্ত

ঠিকানায় যোগাযোগ করতে পারেন :-

ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ একাডেমী

(সরকার অনুমোদিত অনুবাদ সংস্থা )

৪৬/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০, (নোয়াখালী টাওয়ারের কাছে)

ফোন:- ৯৫৬৯১৮৭,

সুযোগ সুবিধা সমূহ:-

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বেতন ও পরীক্ষার ফি মওকুফ।

• বিশ্ববিদ্যালয় সমূহের কোন কোন বিভাগ ও ইন্সটিটিউট সমূহে সংশ্লিষ্ট বই সমূহ বিনামূল্যে সরবরাহ করা হয় ।

• যারা কোন প্রকার অকৃতকার্য হওয়া ছাড়াই পরীক্ষায় ‘মুমতাজ’ ফলাফল অর্জন করবে তাদের কে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে অতিরিক্ত স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে, এবং তাদের জন্য থাকে পছন্দমত বিশ্ববিদ্যালয়ের উঁচু মানের বিষয় সমূহ বাছাই করে নেয়ার অধিকার ।

• বিশ্ববিদ্যালয় সমূহের নির্ধারিত রেস্টুরেন্ট গুলোতে শিক্ষার্থীদের খাবারের বিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট হারে ভর্তুকি দিয়ে থাকে ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্রি আবাসনের ব্যবস্থা করে থাকে । উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে বিবাহিতদের পরিবার সহ থাকার সুবিধার্থে ফ্রি আবাসন ব্যবস্থা রয়েছে ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট হারে (অনার্স, মাস্টার্স, পি. এইচ. ডি.) স্তর অনুযায়ী স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রতি বছর বিনামূল্যে নিজ নিজ দেশ হতে ঘুরে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে যাওয়া ও আসার টিকিট ।

• প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হাসপাতাল ও সরকারি হাসপাতাল সমূহে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা রয়েছে ।

• বৃত্তি বিভাগের পক্ষ হতে হজ্ব, ওমরা আদায় করানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় ।

• সৌদি আরবের আইন অনুযায়ী শিক্ষার্থীরা ‘‘ফ্যামিলি ভিসার“ জন্য আবেদন করতে পারবে ।

• এছাড়াও সৌদি আরবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাহিরে রয়েছে বিভিন্ন সময়ে সহীহ দ্বীন, ঈমান আকিদা শিক্ষার বিভিন্ন কোর্স, দারস, যেখানে অনেক সময়েই সংশ্লিষ্ট কিতাব সমূহ বিনামূল্যে বিতরণ করা হয়, কোন কোন সময় স্টাইপেন্ডর ব্যবস্থা এবং খাওয়া দাওয়া ও আবাসনের ব্যবস্থা থাকে ।

তথ্য সংগ্রহে সহযোগিতা করেছেন।

Roseখলিলুর রহমান, কিং সউদ ইউনিভার্সিটি, রিয়াদ।

Roseমাসুম বিল্লা, ইসলামিয়া ইউনিভার্সিটি, মদিনা। (মদিনা ইউনিভার্সিটি)

Roseতানভীর, ইসলামিয়া ইউনিভার্সিটি, মদিনা। (মদিনা ইউনিভার্সিটি)

বিষয়: বিবিধ

৩১৭৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279675
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১০
কাহাফ লিখেছেন :
তথ্য বহুল সুন্দর একটি উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ। সউদিতে শিক্ষা গ্রহনে আগ্রহী ব্যক্তি বর্গের অনেক উপকারে আসবে দীর্ঘ এই লেখনী।
জাযাকল্লাহ জানাই Rose Rose Rose Rose
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২২
223394
ফখরুল লিখেছেন : আমাদের সমাজে রন্দ্রে রন্দ্রে শিরক বিদআত শক্ত আসন গেঁড়ে বসেছে। এসব দূরীকরণে সহিস আকিদার শিক্ষার কোন বিকল্প নেই।
• ইসলামের সুমহান বিশ্ব শান্তির বাণীকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষে একদল যোগ্য বাহিনী গড়ে তোলা ।

• আরবি ভাষা ও সংস্কৃতির সংস্পর্শে নিয়ে আসা ।

• একদল যোগ্য ক্যাডার বাহিনী গঠন করা, যারা প্রশাসনিক ও বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়তা করবে.. ইত্যাদি ।
আপনাকে ধন্যবাদ Good Luck Good Luck
279678
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কাজের পোষ্ট। অনেক ধন্যবাদ Rose Rose
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২২
223395
ফখরুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ। Good Luck Good Luck
279683
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৩
এস এম আবু নাছের লিখেছেন : সৌদি আরবে বায়োলজিক্যাল সাইন্সের কোন বিষয়ে উচ্চতর ডিগ্রী নেওয়া যায় কিনা জানাবেন দয়া করে (যদি সম্ভব হয়)। Rose Rose Rose
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৮
223403
ফখরুল লিখেছেন : কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। এখানে দেখুন।

ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৬
223413
ফখরুল লিখেছেন : এছাড়াও কিং সউদ ইউনিভার্সিটি, রিয়াদ।
তাইবা ইউনিভার্সিটি, মদিনা।
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৭
223445
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাললাহ খায়রান।
279690
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
223405
ফখরুল লিখেছেন : ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
279692
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪০
আফরা লিখেছেন : সৌদি আরবে উচ্চশিক্ষা সম্পর্কে অনেক কিছু জানলাম ।খুব ভাল লাগল আশা করি তারা আরো এগিয়ে যাক।

সৌদির অনেক স্টুটেন্ট আমাদের এখানে আছে ।তারা তাদের সরকার থেকে অনেক বৃত্তি পায় ।সেটাকা গুলো লেখা পড়ার পিছনে খরচ করার চেয়ে বাজে কাজে ব্যায় করে বেশী তখন খুব খারাপ লাগে । এরা আমার রাসুলের (সাঃ) এর দেশের মানুষ ।

তবে ভাল ও আছে যারা দ্বীনের প্রচার ও পসারের কাজ করে ।

ধন্যবাদ ভাইয়া ।
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫১
223410
ফখরুল লিখেছেন : আসল কথা হচ্ছে ভাল খারাপ সব খানেই আছে। ভাল খারাপ দিক সবকিছুতেই আছে। এক জন পরিপূর্ণ মানুষ আমরা কোথাও পাবনা। এক জন এসেছিলেন ১৪০০ বছর আগে।

মুল কথা হচ্ছে সৌদি সরকার তাদের শিক্ষা উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছে। পাশাপাশি অন্যদেশকেও সহযোগিতা করছে। আপনাকে ধন্যবাদ। Good Luck Good Luck
279714
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার তথ্য ও গুরুত্বপুর্ন পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। সেীদি আরব,ইরান ,মালয়শিয়া,চিন ইত্যাদি দেশ শিক্ষা ও গবেষনার ক্ষেত্রে অনেক এগিয়েছে। যদিও আমাদের দেশে অন্ধভাবেই কেবল উত্তর আমেরিকার ডিগ্রিকে বেশি গুরুত্ব দেয়া হয়।
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৫
223504
ফখরুল লিখেছেন : অনেক ধন্যবাদ সবুজ ভাইGood Luck Good Luck
279758
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৬
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. I do believe people will be benefited from your beautiful writing. Jajakallahu khair.
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৫
223503
ফখরুল লিখেছেন : Jazakallah khayer
279829
৩০ অক্টোবর ২০১৪ রাত ১১:১৫
চিরবিদ্রোহী লিখেছেন : খুবই তথ্যপূর্ণ ও উপকারী একটা পোস্ট দিলেন। এ জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার এক বন্ধু, হাফেজ, দাওরায়ে হাদীস অধ্যয়নরত। পাশাপাশি এইচএসসি পাশ করেছে। সে সৌদির কোন বিশ্ববিদ্যালয়ে আইন বা হাদিসশাস্ত্র অধ্যয়নে ইচ্ছুক। বলে রাখা ভালো, এইচএসসিতে তার ফলাফল বেশি ভালো নয়। এমতাবস্থায় কি করা যেতে পারে?
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৫
223701
ফখরুল লিখেছেন : আপনার বন্ধুর জন্য Islamic University Madina
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৬
223702
ফখরুল লিখেছেন : আপনাকে ও অনেক
ধন্যবাদ। Good Luck Good Luck
279867
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৪
নাছির আলী লিখেছেন : অনেক গুরুত্বপুন তথ্য দেয়ার জন্য আপনাকে অনেক
ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৬
223703
ফখরুল লিখেছেন : আপনাকে ও অনেক
ধন্যবাদ। Good Luck Good Luck
১০
279957
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫২
প্রবাসী মজুমদার লিখেছেন : মারহাবা। অনেক অজানা তথ্য দিয়ে গুরুত্বপুর্ন পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ।

সেৌদি আরবে মেডিকেল পড়া যায। তবে যারা এখান থেকে পাশ করে। আমাদের স্কুলের অনেক ছেলে মেয়ে এখানে ব্যাটার্জি মেডিকেলে পড়ে। আমিও ভাবছি ছেলেকে বেটার্জিতে দেয়ার। এ লেভেল শেষ করলে দেখবো .. ধন্যবাদ।
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৯
223704
ফখরুল লিখেছেন : আপনাকে অনেক
ধন্যবাদ মজুমদার ভাই সব সময় উতসাহ দেবার জন্য। Good Luck Good Luck
১১
369397
১৭ মে ২০১৬ দুপুর ০২:২৬
ধ্রুব নীল লিখেছেন : আস সালামু আলাইকুম।
ভাইয়া সব ঠিক আছে। কিন্তু যা জানতে চাচ্ছি তা হলো, ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবো কিনা। কোথায় যোগাযোগ করলে বিষয়গুলো ক্লিয়ার জানতে পারব বলতে পারেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File