সবার আন্তরিকতায় ব্লগে প্রান ফিরে আসবে।
লিখেছেন লিখেছেন ফখরুল ২১ এপ্রিল, ২০১৪, ১১:০৯:৫০ রাত
BD TODAY ব্লগের সাথে আমার আমার পথ চলা ১ বছর ৩ মাস ১০ দিনের। প্রথম দিকে ব্লগে এসে তেমন প্রান পেতাম না। তবে সে ক্ষেত্রে কিছু বাস্তব কারন ছিল। হঠাৎ করে এখানে আসার পর পরিচিতদের তেমন কাউকে দেখতে পাই নি। পাঠক সংখ্যা ছিল অনেক কম। আসতে আসতে প্রান পেতে শুরু করল। তার পর কেন জানি কোথাও এখন একটু কমতি আছে। আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার আন্তরিক প্রচেষ্টায় এই ব্লগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগের রুপ লাভ করবে ইনশাআল্লাহ।
ব্লগ কতৃপক্ষের প্রতিঃ
বার্তা পাঠানোর অপশন নিয়ে আশা।
ব্লগ পোস্টে (+) (-) রেটিং চালু করা।
প্রতি দিন একটি পোস্ট স্টিকি করা।
ম্যাগাজিন পেইজে নির্বাচিত ব্লগ গুলকে হাইলাইট করা।
জাতীয় ইস্যুতে প্রতিযোগিতার ব্যাবস্থা করা।
ব্লগ সাইট থেকে চলে যাবার পরও যেন লগইন থাকে সেই সিস্টেম করা।
এবার আসব জাদের জন্য এই ব্লগ।
ব্লগারদের প্রতিঃ
ব্লগে মন্তব্য করে ব্লগারদের উৎসাহিত করা।
অনেক সময় দেখা যায় মন্তব্য করার পর কোন প্রতি মন্তব্য করা হয় না। প্রতি মন্তব্য করে মন্তব্যকারিদের উৎসাহিত করা।
আড্ডা পোস্ট করা। দৈনিক, সাপ্তাহিক।
কবিতার আসর করা। (সাপ্তাহিক)
আশা করি এই বিষয় গুলর প্রতি দৃষ্টি দিলে ব্লগ প্রান চঞ্চল হয়ে উঠবে। এ ক্ষেত্রে সবার পরামর্শ কর
বিষয়: বিবিধ
৩৬১১ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজেই মিয়া নাই, অন্যকে দোষ দেন ক্যান?
টুডে ব্লগে ভালোই চলছে। ভালো পোষ্ট ও কমেন্ট আসে
কমেন্টের ব্যাপারে বিডিটুডে কে কমেন্ট খরা ব্লগ বলা যায়। তবে ইদানিং সামুতে অনেক পোস্ট দেখা যায়, যাতে একটাও কমেন্ট নাই। অথবা লেখার মান অনুযায়ী অনেক কম। আর কমেন্ট কেমন আসবে তা সবসময় লেখার মানের উপরে নির্ভর করে না, আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে।
ম্যাগাজিন পেইজে নির্বাচিত ব্লগ গুলকে হাইলাইট করা। এটাতো অলরেডি করাই আছে ম্যাগাজিন পেইজের ডানদিকে।
ব্লগ সাইট থেকে চলে যাবার পরও যেন লগইন থাকে সেই সিস্টেম করা এটা ঠিক বুঝলাম না। ব্লগ সাইট থেকে চলে যাবার পরও "অনলাইনে আছেন" এর নিচে নাম দেখানোর কথা বলেছেন? নাকি ব্লগসাইট বন্ধকরে দেয়ারপর পরবর্তি ওপেন করলে অটো লগইন হওয়ার কথা বলেছেন।
আপনার বেশিরভাগ দাবির সাথেই সহমত পোষন করছি।
সহমত পোষণ করায় কি পিছে পড়ে গেলাম!!!
আপনাকে ও দন্নবাধ
মন্তব্য করতে লগইন করুন