ভদ্রলোকের খেলা ক্রিকেট নিয়ে ‘অভদ্র’পনায় মেতেছে তিন ক্রিকেট মোড়ল
লিখেছেন লিখেছেন ফখরুল ২৬ জানুয়ারি, ২০১৪, ০৩:২৪:৩৮ রাত
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য ক্রিকেটের ভবিষ্যতই ঘোর অন্ধকারে ফেলে দিচ্ছে তারা। এখন পর্যন্ত পুরো বিষয়টি নিশ্চিত নয়, কিন্তু ২৮-২৯ জানুয়ারি অনুষ্ঠেয় আইসিসির সভায় হয়তো নিশ্চিত হয়ে যাবে। যাতে তিন মোড়লের আধিপত্য আরো দৃঢ় হবে, আর বাকি টেস্ট খেলুড়ে দেশগুলোর ভবিষ্যত হয়ে পড়বে অনিশ্চিত। তবে সে অনিশ্চিয়তার মেঘ সবচেয়ে বেশি গাঢ় বাংলাদেশের ক্রিকেট আকাশে। বাংলাদেশ ছাড়া অন্য টেস্ট খেলুড়ে দেশগুলো ‘ঠুঁটো জগন্নাথ’ আইসিসির এ প্রস্তাবনার (প্রস্তাবটা আসলেই কি আইসিসির!) বিপক্ষে দাঁড়িয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকা এই প্রস্তাবকে অগঠনতান্ত্রিক বলে মন্তব্য করেছে। পাকিস্তান এটির বিপক্ষে দাঁড়িয়েছে সবার আগে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের থেকেও এসেছে প্রস্তাবের বিরুদ্ধ আওয়াজ। বাকি থাকা জিম্বাবুয়েই নিশ্চিত এই প্রস্তাবের বিরোধীতা করবে। দক্ষিণ আফ্রিকা বোর্ডের দয়া-দাক্ষিণ্যে চলা জিম্বাবুয়ের সাধ্য নেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে আইসিসির প্রস্তাবে সাড়া দেওয়া।
পুরো ক্রিকেট বিশ্বের এমন দ্বিধা-বিভক্তির সময়েও আশ্চর্যজনকভাবে পক্ষ নিয়েও ‘বিপক্ষ’ ভাব নিয়ে পুরো জাতিকে অন্ধকারে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা হওয়ার দুবাইয়ে অনুষ্ঠেয় সভা-ই হবে- এমন মন্তব্য করেও এখন সমালোচনার পাত্র হয়ে যাচ্ছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
প্রস্তাবিত ‘পজিশন পেপারের’ প্রতিটি বিষয়ই বাংলাদেশের জন্য ক্ষতিকর- এ বিষয়ে সচেতন হয়েও বাংলাদেশ এখন পর্যন্ত কেনো বিপক্ষে দাঁড়াচ্ছে না; এমন প্রশ্ন যখন ছড়িয়ে পড়েছে পুরো দেশের ক্রিকেট পাগল সমর্থকদের মনে, বোর্ড সভায় তখন সিদ্ধান্ত হয়েছে ‘ভারতের’ পক্ষেই! ভারতের পক্ষেই যে বাংলাদেশ বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে, তা বলে দেওয়া যায় কোনো রকম ঝুঁকি না নিয়েই। বোর্ডের ২৩ পরিচালকের ২০জনই গতকাল ভোট দিয়েছেন প্রস্তাবের পক্ষে, আর বাকি তিনজন বিপক্ষে। যে ২০জন পক্ষে ভোট দিয়েছেন, তারা সবাই দেখেছেন ভারতের স্বার্থ। বিশেষ করে- ভারতের বিপক্ষে গেলে ভবিষ্যতে ভারত আমাদের কী করতে পারে, বা ভারতের চাপে অন্য দেশগুলো আমাদের সাথে ক্রিকেটীয় সম্পর্ক অবনতি করবে কি না; এসব দ্বন্দ্বের চাপেই চিড়ে চ্যাপ্টা হয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বোর্ড।
যদিও এখন পর্যন্ত এটিই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা নয়। তবে সত্য হলো, ২৩ পরিচালকের ২০জনই যখন পক্ষে থাকার মত দেন, তখন আইসিসির সভায় বোর্ড সভাপতিও যে ভারতের পক্ষে দাঁড়িয়েই নিরাপদ বোধ করবেন এটাই স্বাভাবিক।
শুধুমাত্র ভারতের সমর্থন নয়, বাংলাদেশ বোর্ডের পরিচালকরা প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন আর্থিক লাভের দিকটাও বিবেচনা করেও। তারা হয়তো ভুলেও ভাবেননি সাময়িক লাভ বা ‘নগদ নারায়ণ’-এর লোভে পড়ে তারা বিলিয়ে দিতে যাচ্ছেন প্রায় অর্ধ শতাব্দিজুড়ে অর্জন করা ক্রিকেট আবেগও। ক্রিকেট সমর্থকদের জন্য লজ্জার একটি বিষয়ও আছে এখানে, বাংলাদেশ ক্রিকেটের শুরুর সংগ্রামের তিন নায়ক আকরাম খান, খালেদ মাহমুদ ও নাঈমুর রহমানও ভোট দিয়েছেন তিন মোড়লের প্রস্তাবে! তাদের কাছেও কি তাহলে ক্রিকেটের চেয়ে বড় হয়ে গেছে টাকা?
তিন মোড়লের প্রস্তাবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্ষতি হলো- টেস্টই খেলতে পারবেন না মুশফিক-তামিমরা! বিকল্প হিসেবে র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দলকে খেলতে হবে আইসিসির প্রথম শ্রেণীর ক্রিকেট ইন্টারকন্টিনেন্টার কাপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান, আয়ারল্যান্ড, কানাডার মতো দেশগুলো। ইন্টারকন্টিনেন্টালে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের ৮ নম্বর দলে সাথে চ্যালেঞ্জ কাপ খেলার। সেই কাপে চ্যাম্পিয়ন হলে র্যাঙ্কিংয়ের উপরের দলগুলো সাথে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর আট নম্বর দল নেমে আসবে দ্বিতীয় স্তরে, খেলতে হবে ইন্টারকন্টিনেন্টালে। ‘মোড়লগিরি’র দোহাই দিয়ে তিন মোড়ল দাবী করেছে তাদের কখনো দ্বিতীয় স্তরে অবনমন হবে না! বৈষম্য আর কাকে বলে!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট গতকাল অনুষ্ঠেয় বৈঠক শেষে এমন মন্তব্যও করেছেন যে, আরো ১০ বছর খেললেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ৮-এ যেতে পারবে না। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে, র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে ইন্টারকন্টিনেন্টালেই খেলা ভালো বাংলাদেশের জন্য। এই পরিস্থিতিতে কেউ যদি বোর্ড প্রেসিডেন্টের ক্রিকেট জ্ঞান নিয়েই প্রশ্ন করে বসে, বা প্রশ্ন তুলে বসে বাংলাদেশ দলের প্রতি তার আস্থা নিয়ে- তবে কী বলবেন তিনি?
সব কিছু বিবেচনা করেও খুব একটা টনক নড়ছে না বিসিবির। কোনো কোনো পরিচালকের ভাষ্য মতে, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস তো কেড়ে নেওয়া হচ্ছে না। ব্যাপারটা অনেকটাই এমন যে, কপালে গুলি খেয়ে মৃত ব্যাক্তিকে দেখে কেউ বলছে, ভাগ্যিস গুলিটা চোখে লাগেনি!
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন