বঙ্গ বাহাদুরকে নিয়ে তো খবরের বাহাদুরি শেষ! তারপর???
লিখেছেন লিখেছেন রোজবাড ১৬ আগস্ট, ২০১৬, ১২:১৪:৪৩ দুপুর
এই না হলো বাংলাদেশের মিডিয়া! ভারত থেকে বানের পানিতে ভেসে আসা একটা হাতিকে নিয়ে কীই না করলো এদেশের মিডিয়া। দেশের কত শত গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও এসব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনা। অথচ একটা ভারতীয় হাতির পেছনে এরা শত শত রিপোর্ট করলো। জনগনের দৃষ্টি কয়েকদিন ধরে নিবদ্ধ করে রাখলো ঐ হাতিটির পেছনে। হাজার হাজার বানভাসি মানুষের দুর্দশা এদের কাছে মুখ্য নয়। সকল চিন্তা হাতিটি এখন কী করছে। দাঁড়িয়ে না বসে, শুয়ে না ঘুমিয়ে, জলে না স্থলে, খাবাররত না মলত্যাগ রত ইত্যাদি ইত্যাদি।
হাতিটার গুরুত্ব আরও বাড়ানোর জন্য, আরো বেশী সাধারণ মানুষের নজরে আনার জন্য দেওয়া হলো একটা উপাধি “বঙ্গ বাহাদুর।” আর পাবলিক যায় কোথায়। সবাই তো মুখিয়ে বঙ্গ বাহাদুরের খবরাখবর নেওয়ার জন্য। দিনরাত বঙ্গবাহাদুরের চারপাশে বেষ্টিত জনতা। সে এখন বিশাল সেলিব্রেটি। মিডিয়া আর জনতার আগ্রহে বানের তোড়ে ভেসে আসা অসহায় হাতিটি এদেশে এসে বিশ্ব ব্রাক্ষান্ড জয় করে আসা এক বিশাল বীরে পরিণত হয়ে গেলো রাতারাতি!
গণতন্ত্রের খরায়, অপশাসনের ধারায় বিষন্ন এই জাতিকে কয়েকদিন অন্তত বঙ্গ বাহাদুরের অদৃশ্য বাহাদুরি দেখানোর দর্শক গ্যালারিতে বসিয়ে রাখা গেলো। কিন্ত হায় এ কী হলো! বঙ্গ বাহাদুর আজ পটল তুলেছে! সম্ভাব্য বাহাদুরি দেখার জাতির প্রত্যাশায় হতাশার ছাই ঢেলে ইহধাম ত্যাগ করেছে! শোকে মুহ্যমান পুরা মিডিয়া!
যাহোক গত কয়েকদিন এসব দালাল মিডিয়া কী সফলভাবেই না পুরা জাতিকে অন্ধের হস্তিদর্শন করিয়ে দিল। আরও কিছুদিন হয়তো পারবে বাহাদুর কেন্দ্রিক আবেশে ধরে রাখতে। তারপর হয়তো জাতিকে এবার নোতুন কোন বঙ্গবাদুড়ের বাদুড়ঝোলা দেখাতে সচেষ্ট হবে। সেই প্রতীক্ষায় ঝুলন্ত থাকলাম!
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকি সংবাদ প্রচারের ক্ষেত্রে এতটাই ইস্যুর অভাব হয়ে পড়ছিল যে, ঐ হাতিটাই ছিল প্রিন্ট মিডিয়ার এ ক'দিনের রুটি রুজির সংস্থান? বড়ই আফসোস লাগে!
অনেক দিন কোন ইস্যু না আসাতে সাংবাদিকরা সাংঘাতিক রকমের ফ্রাস্ট্রেশনে ভুগতেছে ।
মন্তব্য করতে লগইন করুন