ইসলামী শ্রমনিতীর কিছু পয়েন্ট

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ০১ মে, ২০১৭, ১০:৩৩:৪৫ রাত



- মজুরের মজুরী নির্ধারন না করে তাকে কর্মে নিযুক্ত করবে না।

- শ্রমিককে ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে।

- কাজের লোক ভুল করলে দৈনিক ৭০ বার ক্ষমা করতে হবে।

- গোলামকে গালি দেয়া জাহেলিয়াত।

- কাজের লোকেরা আমাদেরই ভাই-বোন।

- যে যেই কাজ করতে সক্ষম নয় তাকে সেই কাজের ভার দেওয়া যাবে না।

- অধিনস্তদের কোন কঠিন কাজের ভার চাপিয়ে দিলে তাদের সহযোগিতা করতে হবে।

- নিজে যে মানের খায়, কাজের লোকদের সে মানের খাবার খাওয়াতে হবে। যে মানের পোষাক পরে, কাজের লোকদের সে মানের পোষাক দিতে হবে।

- গোলামকে অন্যায়ভাবে মারা জাহান্নামে যাওয়ার কারন হতে পারে।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File