মধ্যবিত্ত

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৬ এপ্রিল, ২০১৬, ১২:২৭:১৯ দুপুর

কেউ কেউ ভাবে, মাঝে মধ্যে বলেও ফেলে- মধ্যবিত্ত হয়ে জন্ম নেয়াটা আজন্ম পাপ।

তাদের ধারনা- এ অবস্থায় কারো কাছে হাতও পাতা যায়না। লাক্সারিয়াস লাইফও লিড করা যায়না।

তবে তাদের সাথে আমি ব্যক্তগতভাবে সম্পূর্ন দ্বিমত।

মধ্যবিত্ত পরিবারে আমাকে পাঠানোর কারনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি মনে করি- মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়াটাই সব চাইতে সৌভাগ্যের বিষয়।

যতটুকু মনে আসছে- ধন ও দারিদ্রের অভিশাপ থেকে হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। মাত্রাতিরিক্ত সম্পদ যেমন মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিতে পারে, ঠিক তেমনিভাবে অতিরিক্ত দারিদ্রও মানুষকে কুফরীর দিকে টেনে নিয়ে যায়।

আলহামদুলিল্লাহ!- এ দুইয়ের মাঝেই মধ্যবিত্তের অবস্থান।

খুব বেশি লাক্সারিয়াস জীবনে মানুষ যেমন সংগ্রামের মজা পায়না, ঠিক তেমনিভাবে অতিরিক্ত দারিদ্রতা মানুষকে সংগ্রামের ময়দানেই আসতে দেয়না।

আলহামদুলিল্লাহ!- এ দুইয়ের মাঝেই মধ্যবিত্তের অবস্থান।

উচ্চবিত্তদের বেশিরভাগকেই আমি দেখেছে খারাপ পথে চালিত হতে। ঠিক তেমন অবস্থাও অতিরিক্ত নিম্নবিত্তদের জীবনে।

আলহামদুলিল্লাহ!- এ দুইয়ের মাঝেই মধ্যবিত্তের অবস্থান।

খুব বেশি উচ্চবিত্তদের এলাকায় তদন্ত করে দেখবেন- জেনা ব্যাভিচার থেকে শুরু করে অশ্লীল ও মন্দ কাজগুলো সেখানে চলছে দূর্দান্ত গতিতে। একই জিনিস দেখবেন একেবারে নিম্নবিত্ত রেললাইনের পার্শ্ববর্তী বস্তি এলাকায়। তবে অন্য আঙ্গিকে।

উচ্চবিত্তরা অনেক সময়-ই অপব্যায়ীর অপরাধে দায়ি হয়। আর নিম্নবিত্তদের জীবন ধারনের জন্য প্রয়োজনীয় জিনিসটুকুও পেতেও কষ্ট হয়।

আলহামদুলিল্লাহ!- এ দুইয়ের মাঝেই মধ্যবিত্তের অবস্থান।

সব চাইতে বেশি ধার্মিকতা দেখা যায় মধ্যবিত্ত শ্রেনীর মধ্যে।

সব চাইতে বেশি সংগ্রামী হতে দেখা যায় মধ্যবিত্ত লোকদের।

সব চাইতে বেশি লাইফকে এনজয় করতে পারে এ মধ্যবিত্তরাই।

নিজের কাজ নিজ হাতে করে, সংগ্রাম করে অর্থ উপার্জন করে, ঈমান ও আমল সংরক্ষন করে, হালাল ভাবে জীবন ধারনের যে কী মজা- তা স্বাদ মধ্যবিত্তরাই পূর্নরূপে আস্বাদন করতে পারে।

বিষয়: বিবিধ

১৯২৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367167
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৪
নেহায়েৎ লিখেছেন : gfVifmsldVgVfi mdlsbvd vdlkv dv
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৩
304675
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নেহায়েৎ ভাই কী বলিলেন বুঝলাম না তো কিছু।
বাংলাফন্ট নষ্ট বোধহয় পিসিতে আপনার।
৩০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৭
304900
নেহায়েৎ লিখেছেন : জি আমার বাংলাফন্টে সমস্যা দেখা দিয়েছিল মনে হয়।
367168
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৪
নেহায়েৎ লিখেছেন : gfVifmsldVgVfi mdlsbvd vdlkv dv
367172
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৯
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মধ্যবিত্ত শ্রেণীর একজন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে সেই জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি।
367173
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
জীবন জগত সংসার ইত্যাদি মধ্যবিত্তের মত করে অন্যরা বুঝতে পারেনা!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
367190
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আলহামদুলিল্লাহ। এছাড়া মধ্যবিত্তরা জীবনের যত বৈচিত্র্যতার সন্ধান পায় সেটিতো বলাই বাহুল্য।
367193
২৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আলহামদুলিল্লাহ!
মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে জন্ম নিয়ে গর্ববোধ করি।
367205
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের দেশের মধ্যবিত্তদের সমস্যা হচ্ছে তারা সবসময় ধনিদের মত চলতে চায় এবং শিক্ষার গর্ব করতে পছন্দ করে। একটা বিষয় খেয়ার করবেন। রাসুল(সাঃ) যখন প্রথম ইসলাম এর দাওয়াত দিয়েছিলেন তখন সহজেই যারা ইসলাম গ্রহন করেছিলেন তাদের মধ্যে হযরত আবুবকর(রাঃ),উমর(রাঃ), উসমান(রাঃ) ধনি ছিলেন। অন্যদিকে হযরত আলি (রাঃ), আবু যর গিফারি (রাঃ) ছিলেন দরিদ্র শ্রেনির। বিরোধিতা করেছিল মধ্যবিত্তরাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File