আলেম, মুফতি ইত্যাদি নামধারী কিছু জালেমের ডায়ালগ শুনলে মেজাজ গরম হয়

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৪ নভেম্বর, ২০১৫, ১২:২৭:০১ দুপুর

যে মুফতী ফতোয়া দিচ্ছেন- জাকির নায়েকের কোট টাই হারাম; সে মুফতী আবার খান পানের সাথে জর্দা।

মুফতী সাহেব, জর্দা খান কেন??

- জর্দা কি হারাম?? কোরআনের কোথায় লেখা আছে জর্দা হারাম???

=তাহলে ইয়াবা, হিরোইন, গাঁজা কি হালাল??

-না, তা একেবারেই হারাম।

= কুরআনের কোথায় আছে এগুলো হারাম??

শুনুন মুফতী সাহেব- আপনাকে কাঠমোল্লা বলে সম্বোধন করতে আমাকে বাধ্য করবেন না !!!!

যে দলীলের ভিত্তিতে আপনি হিরোইনকে হারাম বলেছেন, সে দলীলের ভিত্তিতেই জর্দা হারাম।

আপনি জাকির নায়েকের কোট টাইকে ইহুদী খ্রীস্টানদের ড্রেস বলে হারাম মন্তব্য করেছেন। কিন্তু আপনার মসজিদের সভাপতি যে কোট তাই পরে তাঁর ব্যাপারে কেন আপনি চুপ??? আপনার সভাপতি যে সুদী ব্যাংকে চাকুরী করে, সে ব্যাপারে কেন আপনি চুপ??? আপনার সেক্রেটারী যে ঘুষখোর, সে ব্যাপারে কেন আপনি চুপ???

শুনুন মুফতী সাহেব-

আপনার কথা মত ধর্ম চলেনা।

ধর্ম আপনার পৈত্রিক সম্পদ না।

ধর্ম কেবলমাত্র আল্লাহ ও তাঁর রাসূলের (সাঃ) কথামত চলে।

কোট টাই ইহুদী-খ্রীস্টানদের পোষাক হলে যদি তা হারাম হয়, তবে আপনার পাগড়িও তো শিখদের পোষাক। অন্যান্য অনেক জাতিও তো টুপি ব্যবহার করে। তাহলে তা কিভাবে জায়েজ হয় ??

ধর্মকে আপনি কি পেয়েছেন???

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351184
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
মুসলমান লিখেছেন : এই আলেম সাহেব বলেন, ফেরাউন নিজেকে রব দাবী করে কাফের হয়েছে,
আর মুনসুর হাল্লাজ নিজেকে রব দাবী করে ওলি হয়েছে!!!
তাহলে এই দুই রব বলার মধ্যে পার্থক্য আছে না নাই?
শ্রোতাগণ সমস্বরে বলে, পার্থক্য আছে!!!!
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
291565
জ্ঞানের কথা লিখেছেন : আহ> এই পীরের মুরিদ হবার আমার বহত শখ। ঠিকানাটি দিয়েন মুরীদভাই।
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৪
291669
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : যেমন বক্তা, তেমন-ই তার শ্রোতা
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৫
292085
মুসলমান লিখেছেন : ঠিকানা একদম সোজা মুরিদভাই। আলুপুরি বা ডাইলপুরী এই টাইপের নাম বললে সবাই চিনে।
351187
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৪
হতভাগা লিখেছেন : জাকির নায়েক এসব মোল্লাদের ব্যবসায় জল ঢেলে দিয়েছেন
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৪
291670
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ঠিক
351237
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
রওশন জমির লিখেছেন :
আমি বলি নায়ক! আর বাংলা সিনেমা অনুসারে ভিলেন তো অনিবার্য। যারা এই নায়কের বিপক্ষে, তারাই ভিলেন। ভিলেনকে বাদ দিয়ে তো নায়কের নায়কত্ব ফুটে ওঠে না। তাই ভিলেনদেরকে নিরস্ত করতে যাওয়া অবান্তর। ধন্যবাদ।
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৪
291675
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Good Luck Good Luck Good Luck
351238
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১২
রওশন জমির লিখেছেন :
ডা. জাকিরের নায়কপনা, ভক্ত-বিরোধীদের ভিলেনপনা:
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/4475/rouzameer007/51729#.VlRS-24wAmQ
351239
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
জ্ঞানের কথা লিখেছেন : একদম খাঁটি জ্ঞানের কথা। অনেক পছন্দ হয়েছে। আমার পীরসাহেব আপনাকে পছন্দ করেছে। আপনি আমার পীরসাহেবের মুরীদ হয়ে যান।
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৬
291671
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : বেহেশতের টিকেট দিবোনি???
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৪
291684
জ্ঞানের কথা লিখেছেন : কতটি লাগবে?
351246
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জর্দা খাইলে মুফতি হওয়া যায়???
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৬
291672
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : :Thinking
351247
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
ঠোঁটকাটা পাগল লিখেছেন : পিলাচ
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৬
291673
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ধন্যবাদ Happy
351261
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : উনারা ধর্মের ইজারা নিয়েছেন৷
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৬
291674
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ঠিক। যত্তসব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File