আলেম, মুফতি ইত্যাদি নামধারী কিছু জালেমের ডায়ালগ শুনলে মেজাজ গরম হয়
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৪ নভেম্বর, ২০১৫, ১২:২৭:০১ দুপুর
যে মুফতী ফতোয়া দিচ্ছেন- জাকির নায়েকের কোট টাই হারাম; সে মুফতী আবার খান পানের সাথে জর্দা।
মুফতী সাহেব, জর্দা খান কেন??
- জর্দা কি হারাম?? কোরআনের কোথায় লেখা আছে জর্দা হারাম???
=তাহলে ইয়াবা, হিরোইন, গাঁজা কি হালাল??
-না, তা একেবারেই হারাম।
= কুরআনের কোথায় আছে এগুলো হারাম??
শুনুন মুফতী সাহেব- আপনাকে কাঠমোল্লা বলে সম্বোধন করতে আমাকে বাধ্য করবেন না !!!!
যে দলীলের ভিত্তিতে আপনি হিরোইনকে হারাম বলেছেন, সে দলীলের ভিত্তিতেই জর্দা হারাম।
আপনি জাকির নায়েকের কোট টাইকে ইহুদী খ্রীস্টানদের ড্রেস বলে হারাম মন্তব্য করেছেন। কিন্তু আপনার মসজিদের সভাপতি যে কোট তাই পরে তাঁর ব্যাপারে কেন আপনি চুপ??? আপনার সভাপতি যে সুদী ব্যাংকে চাকুরী করে, সে ব্যাপারে কেন আপনি চুপ??? আপনার সেক্রেটারী যে ঘুষখোর, সে ব্যাপারে কেন আপনি চুপ???
শুনুন মুফতী সাহেব-
আপনার কথা মত ধর্ম চলেনা।
ধর্ম আপনার পৈত্রিক সম্পদ না।
ধর্ম কেবলমাত্র আল্লাহ ও তাঁর রাসূলের (সাঃ) কথামত চলে।
কোট টাই ইহুদী-খ্রীস্টানদের পোষাক হলে যদি তা হারাম হয়, তবে আপনার পাগড়িও তো শিখদের পোষাক। অন্যান্য অনেক জাতিও তো টুপি ব্যবহার করে। তাহলে তা কিভাবে জায়েজ হয় ??
ধর্মকে আপনি কি পেয়েছেন???
বিষয়: বিবিধ
১৬২০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মুনসুর হাল্লাজ নিজেকে রব দাবী করে ওলি হয়েছে!!!
তাহলে এই দুই রব বলার মধ্যে পার্থক্য আছে না নাই?
শ্রোতাগণ সমস্বরে বলে, পার্থক্য আছে!!!!
আমি বলি নায়ক! আর বাংলা সিনেমা অনুসারে ভিলেন তো অনিবার্য। যারা এই নায়কের বিপক্ষে, তারাই ভিলেন। ভিলেনকে বাদ দিয়ে তো নায়কের নায়কত্ব ফুটে ওঠে না। তাই ভিলেনদেরকে নিরস্ত করতে যাওয়া অবান্তর। ধন্যবাদ।
ডা. জাকিরের নায়কপনা, ভক্ত-বিরোধীদের ভিলেনপনা:
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/4475/rouzameer007/51729#.VlRS-24wAmQ
মন্তব্য করতে লগইন করুন