পার্থক্য
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২২ নভেম্বর, ২০১৫, ০১:০৫:৫৬ দুপুর
দাওয়াত খেতে গিয়ে দেখলাম তরকারী খুব ভালো হয়েছে। আমি প্রশংসা করার শুরু করলাম- হে ডাল, তুমি কত ভালো।
হে মাংস তুমি কত মধুর
হে সব্জি, তুমি কী চমৎকার !
এমতাবস্থায় আপনারা আমাকে কী ভাববেন???
আমার দরকার ছিলো রাঁধুনীর প্রশংসা করা, তা না করে আমি প্রশংসা করলাম জড় বস্তুর; যে শুনতেই পায়না আমার এ প্রসংসা।
এবার মূল কথায় আসুন। এক কবি প্রশংসা করলো এভাবে- হে দেশ, তুমি কত সুন্দর। তোমার আকাশ সুন্দর, তোমার জমিন সুন্দর। তোমার আকাশ বাতাস আমার প্রানে বাঁশি বাজায় ইত্যাদি ইত্যাদি।
আরেক কবি তাঁর গানে প্রসংসা করছেন এসবের মালিকের।
উদাহরনস্বরূপ এভাবে-
এই সুন্দর ফুল, সুন্দর ফল; মিঠা নদীর পানি- খোদা তোমার মেহেরবানী।
তুমি কত-ই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জোগাও। মানি কিংবা না-ই মানি; খোদা তোমার মেহেরবানী।
দুই শ্রেনীর মধ্যে পার্থক্য এমন-ই।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন