Early Marriage Vs Timely Marriage.
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৮:১০ সকাল
একটি টার্ম থেকে ইন্টার্লেকচুয়াল ভাইদের রিটার্ন করা উচিত- Early Marriage.
পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে এ টার্মটিকে অনেকে হাইলাইটস করে। এজন্য আবেগে কেউ কেউ নিজ সন্তানকে ২০ বছরের মধ্যে বিয়ে দেয়ারও প্লান করে রাখে। তারা মনে করে এর মাধ্যমে সমাজ থেকে অনেক রকমের ও প্রকারের অন্যায় দূর করা সম্ভব।
আমি সচেতন ভাবে এর বিরোধী।
আমি মনে করি, এ টার্মটি হবে- Timely Marriage.
হতে পারে তা কারো জন্য ১৮, কারো জন্যে ২০, বা কারো জন্যে ৩০+ ইত্যাদি।
বিয়ে কোন ছেলে খেলা নয়। এটা শুধুমাত্র বিশেষ চাহিদা পূরনের জন্য নয়। এর সংগে জড়িত অনেক বড় দায়িত্ব। বিশেষ চাহিদার উপর অধিক গূরত্ব দিতে গিয়ে দায়িত্ববোধের উপর থেকে ইচ্ছায় বা অনিচ্ছায় মনযোগ সরিয়ে ফেলছেন আমাদের কিছু ভাই- যা দুঃখজনক। বিয়ে করলে দ্বীনের অর্ধেক পূরন হয় এ কথাকে অনেকেই হাইলাইটস করেন, কিন্তু যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে দুনিয়া- আখিরাত উভয় জগতেই যে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা আছে, সে কথা মনে হয় ঘূর্নাক্ষরেও তাদের মনে জাগেনা।
তাছাড়াও একটু চিন্তা করে দেখুন- যখন আপনি (বেশিরভাগের ক্ষেত্রেই) ক্লাস টু-ত্রিতে ছিলেন, তখন কেউ বিয়ের কথা বললে, আম্মুকে ডাকতেন। বলতেন- আম্মু, ও পঁচা কথা বলে। যখন ক্লাস এইট-নাইনে ছিলেন, তখন কেউ বিয়ের কথা বললে- স্বপ্ন দেখা শুরু করতেন। কিন্তু যখন অনার্স পাশ করলেন, তখন বিয়ের কথা মনে হলে দায়িত্ববোধের চিন্তা মাথায় জাগে।
তাছাড়াও আমি মনে করি- আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কেমন দেখতে চান, তার উপর ভিত্তি করে জীবন সংগী নির্বাচন করা উচিত। আপনি চান, আপনার ভবিষ্যৎ বংসধর আলেমে দ্বীন হবে, কিন্তু বিয়ে করলেন ইসলাম সম্পর্কে উদাসীন এক মেয়েকে; তাহলে নিশ্চিত আপনার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হবে। অথবা আপনি চান, আপনার মেয়ে জনপ্রিয় নর্তকী হবে, কিন্তু বিয়ে করলেন খুবই ফরহেজগার এক মেয়েকে, তাহলেও সৃষ্টি হবে অনুরূপ অবস্থা। আর জীবন সংগী নির্বাচনে এহেন বিষয়গুলো চিন্তা করার মত ম্যাচুরিটি ১৭-১৮ বছরে অনেকেরই থাকেনা।
তাই আমি অনুরোধ করবো, Early Marriage কথাটিকে বদলিয়ে Timely Marriage কথাটির প্রচলন করার জন্য। ইসলামেও বিয়ের কোন বয়স নির্দিষ্ট করে দেয়া হয়নি। বরং প্রিয় নবী (সাঃ) কিছু সাহাবীকে রোজা রাখার পরামর্শ দিয়েছিলেন।
সুতরাং Early নয়, বরং যার যখন শারিরীক, মানসিক, আর্থিক তথা সব দিক মোটামুটি একটা লেভেলে পৌঁছবে তখন-ই ঝাঁপ দেয়া উচিত এ মহাসমুদ্রে।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Early Marriage নয়-
বলুন Timely Marriage
যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকেও ধন্যবাদ, ভাই।
মন্তব্য করতে লগইন করুন