আমাদের সচেতনতাই পারে ১৫ আগস্ট কারো জন্ম রোধ করতে
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১৬ আগস্ট, ২০১৫, ১০:১০:৪১ সকাল
নাহ!! আমি কিছুতেই এটা মানতে পারছিনা। ১৫-ই আগস্ট কেউ জন্মগ্রহন করবে এটা মানা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। সেজন্য একজন দেশপ্রেমিক হিসেবে আমি নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি-
১) নভেম্বরের ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত সকল বিয়েসাদি নিষিদ্ধ ঘোষণা করা হোক। কারন- কেউ যখন বহুল কাংখিত নতুন সাইকেল হাতে পায়, তখন সে কিন্তু ঘন ঘন সাইকেল চালায়।
২) নভেম্বরের ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে ফ্রি ক---ম সাপ্লাই দেয়া হোক। এবং ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত যেসব এলাকায় পিঁপড়া বেশি সেসব এলাকায় ফ্রি কন্ট্রাসেপ্টিভ ফিল সাপ্লাই দেয়া হোক।
৩) সকল সরকারী ও বেসরকারী হসপিটালে নির্দেশনা প্রদান করা হোক, যাতে এ দিনে কোন ডেলিভারি না হয়। প্রয়োজনে দু এক দিন আগে সিজার করে বাচ্চা বের করে আনা হোক। এরপর দরকার লাগলে তাকে ইনকিউবেটরে রাখা হবে। এতে যে পরিমান খরচ হবে, তা বহন করবে সরকার।
৪) সর্বোপরি এদিনে বেবী হবার অযৌক্তিকতা তুলে ধরে দেশব্যাপি জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
আসুন, আমরা সচেতন হই। একটি শোকের দিনে কারো জন্মের আনন্দ করা থেকে বিরত থাকি।
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার পোষ্টের শিরোনামটি সুন্দর। "আমাদের সচেতনতাই পারে ১৫ আগস্ট কারো জন্ম রোধ করতে।" আসুন আমরা সচেতন হই।
সচেতন হলাম
এ হতে পারে না !
আমিতো অলরেডী....
সহমত, সহমত, সহমত।
কিন্তু যারা আগেই জম্ম নিয়েছে তাদের কি হবে? একজনে প্রশ্ন রেখেছেন।
আমার সাজেশান হলো, তাদেরকে সরকারী কোষাগার থেকে প্রতিবছর একটি স্পেশাল ব্যবস্থার অধীনে কিছু নগদ বখশীশের ব্যবস্থা করে দিয়ে জম্মদিন পালন থেকে বিরত রাখার ব্যবস্থা করা যেতে পারে....
অনেক ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন