কলের কাম বল দিয়া হয় না
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১৪ মার্চ, ২০১৫, ০৯:২১:০৫ রাত
নানা : আইচ্ছা নাতি- বিড়ালকে মরিচের গুঁড়া খাওয়াতে পারবি?
নাতিঃ আরে নানা, এডা একটা ব্যাপার হইলো।
নানাঃ আইচ্ছা খাওয়াতো দেহি-------!
নাতি ভাতের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে বিড়ালকে দিলো। বিড়াল একটু খেতেই লাফালাফি শুরু করলো, আর খেতে পারলো না। তারপর সে দুধের সঙ্গে মরিচের গুঁড়া মিশিয়ে বিড়ালকে দিলো। এক চুমুক খেয়েই বিড়াল যখন জাল বুঝতে পারলো, তখন আর খেলো না। এবার নাতি বিড়ালকে ধরে জোর করে তার মুখে মরিচের গুঁড়া ঢেলে দিলো। বিড়াল সাথে সাথেই বমি করে তা ফেলে দিলো। ব্যর্থ হয়ে নাতি তাই নানার কাছে ফিরে গেলো।
নানাঃ তুই তো পারলি না। দেখ আমি কিভাবে বিড়ালকে মরিচের গুঁড়া খাওয়াই।
নানা কিছু মরিচের গুঁড়া নিয়ে বিড়ালের পাছায় লাগিয়ে দিলো। ঝালে যখন বিড়ালের পাছা জ্বলতে শুরু করলো, বিড়াল তখন নিজের মুখ দিয়েই তা ছেঁটে খেতে লাগলো। নানার এমন জ্ঞান দেখে নাতি তো হতবাক!!
নানাঃ বুঝলি নাতি, কলের (কৌশলের) কাম বল (শক্তি) দিয়ে হয়না।
এবার আমার কথায় ৮০
পাকিস্তানিরা বল প্রয়োগ করে উর্দুকে আমাদের উপর ছাপিয়ে দিতে চেয়েছে।– তাই তারা হয়েছে ব্যর্থ।
আর দাদারা কৌশল প্রয়োগ করে তাদের ভাষা হিন্দীকে আমাদের উপর ছাপিয়ে দিচ্ছে- তাই তারা সফল। আজ শহরের অনেকেই হিন্দী বলতে পারে, গ্রামের দিকেও এটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই না, হিন্দী ভাষায় কথা বলে অনেকেই এখন নিজেদের স্মার্ট ভাবে।
ইসলাম প্রতিষ্ঠার জন্য বহু জংগী গোষ্ঠির আবির্ভাব হয়েছে। শক্তি প্রয়োগ করে তারা ইসলাম কায়েম করতে চায়। আরে বোকার দল- কলের কাজ কখনো বল দিয়ে হয়না।
ইসলামও আমাদের তাই শিখিয়েছে।
হযরত মুহাম্মদ (সাঃ) নবুওয়াত লাভের পর ইসলাম প্রথম মদ নিষেধ করেনি। কারন মানুষ ছিলো তাতে মত্ত। মানুষকে গঠন না করে প্রথমেই যদি মদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হতো, তবে দু-এক জন ছাড়া কেউ নবিজীর (সাঃ) কথা শুনতো না। কারন মদ ছিলো তাদের অতি প্রিয় বস্তু। ইসলাম কী করলো- আগে মানুষ গঠন করলো। তাদের মাঝে ইসলামের চেতনা জাগ্রত করলো। এরপর যখন মানুষের মাঝে ইসলামের বোধ সৃষ্টি হলো, তখন নামাযের টাইমে মদ পান নিষেধ করা হলো। এরপর যখন মানুষ ইসলামের প্রতি আরো অনুগত হয়ে গেলো তখন সরাসরি মদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এতে করে যেই লোকদের কাছে মদ ছিলো চরম প্রিয় বস্তু, তারাও এ নির্দেশ শুনার সাথে সাথে সব মদ রাস্তায় ফেলে দেয়। এমনকি কেউ মদ পানের জন্য মুখে দিয়েছে, এমন মুহূর্তে শুনতে পেয়েছে- মদ হারাম করা হয়েছে; সাথে সাথে মুখ থেকে ফেলে দিয়েছে নিজেদের দীর্ঘদিনের প্রিয় এ বস্তু। বোতলে বোতলে মদ সেদিন রাস্তায় ফেলে দেয়া হয়। মদীনার বাজার সেদিন নাকি মদে কর্দমাক্ত হয়ে যায়।
ইসলাম বল প্রয়োগ করে মানুষকে এ অবস্থায় অনেনি, আর বল প্রয়োগ করে এটা সম্ভবও না। এনেছে কৌশল প্রয়োগ করে।
যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আমি মনে করি, তারা মারাত্মক বোকা। তারা খুব আবেগী, তবে জ্ঞান নেই। ইতিহাস সম্পর্কে যতটুক জানি- কোথাও জঙ্গিবাদী কায়দায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে তা টিকে থাকতে পেরেছে বলে আমার জানা নেই। বরং জ্ঞানহীন এ আবেগী লোকদের জঙ্গিবাদ ইসলামকে করেছে অপমানিত। এদের কারনেই অমুসলিম রাষ্ট্রে হিজাব পরিধানের কারনে টিটকারির শিকার হতে হয়েছে আমাদের বোনদের। এদের কারনে ইসলাম সম্পর্কে অমুসলিমদের মধ্যে বিরাজ করেছে ইসলাম সম্পর্কে মারাত্মক ভুল ধারনা।
আমি মনে করি, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে বর্তমান জামানায় সবচেয়ে সেরা কৌশলী ডাঃ জাকির নায়েক। জ্ঞান, বুদ্ধি, বিচক্ষনতা, আবেগ, কৌশল, যোগ্যতা- সব কিছুই মহান আল্লাহ এ লোকটিকে দিয়েছেন।
কোন বিষয়ে আবেগী হয়ে কোন কাজ করা উচিৎ নয়। আবেগের সাথে প্রয়োজন জ্ঞান, বুদ্ধি, বিচক্ষনতা ও কৌশল। মাহান আল্লাহ আমাদের বুঝার তাওফিক দিন- আমিন।
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি জানি না দাদাদের মুভি আর কি সিরিয়ালে কি এমন মধু আছে এর কারনে বাংলাদেশী তো বটেই আফগানি , ইরান, ইরাক ও কিছু আফ্রিকান ও মুভি আর সিরিয়াল দেখে বেশ ভাল হিন্দি বলতে পারে ।
একম কিছু কাজ আছে যা গায়ের জোরে করা যায় না করতে হয় কৌশলে যদিও সময় একটু বেশী লাগে ।
ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন