সর্বোত্তম জাতি হয়েও যে কারনে আজ আমরা নির্যাতিত !

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২১:২৮ সকাল

হতে পারে এটা আমাদের কৃতকর্মের ফল।

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের যেসব বিপদাপদ স্পর্শ করে, সেগুলি তোমাদের কৃতকর্মের ফল (শূরা ৪২/৩০)।

রাসূল (সাঃ) বলেন, তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে-

(১) যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে প্লেগ মহামারী আকারে রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি।

(২) যখন কোন জাতি ওযন ও মাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন দারিদ্র্য এবং শাসকদের নিষ্ঠুর নিপীড়ন।

(৩) যখন কোন জাতি তাদের ধন- সম্পদের যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যদি ভু- পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত, তাহলে আর কখনো বৃষ্টিপাত হ’ত না।

(৪) যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়- সম্পদ কেড়ে নেয়।

(৫) যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন (ইবনু মাজাহ হা/৪০১৯, ছহীহাহ হা/১০৬-০৭)।

হতে পারে আমাদের মধ্যাকার অনৈক্য এ নির্যাতনের কারন।

আল্লাহ তায়ালা বলেন, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে (আনফাল ৪৬)।

হতে পারে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।

আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমরা তোমাদের পরীক্ষা নেব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-শস্যাদি বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ হ’ল ধৈর্যশীলদের জন্য’ (বাক্বারাহ ২/১৫৫)।

হতে পারে অন্যায়ের প্রতিরোধ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করাই এর কারন।

রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘মানুষ যখন কোন অন্যায় হ’তে দেখে, অতঃপর তারা তা প্রতিরোধ করে না, তখন সত্বর আল্লাহ তাদেরকে ব্যাপক গযবের দ্বারা পাকড়াও করেন’ (তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/৫১৪২)।

হে আল্লাহ! আমাদের ক্ষমা করো। আমাদের এমন কোন পরীক্ষায় পেলো না, যে পরীক্ষায় আমরা কৃতিত্বের সাথে পাশ করতে পারবো না।– আমিন।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181693
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা যতদিন এক না হব ততদিন মুলিমরা নির্যাতি হব।
181749
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
হতভাগা লিখেছেন : ১০০ কোটি মুসলমানের মধ্যে ১০০ কোটির প্রত্যেকেই এক একটা দল ।

নানা মুনির নানা মত ।

অধিক সন্যাসীতে গাঁজন নষ্ট ।
181763
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
মাটিরলাঠি লিখেছেন : হে আল্লাহ! আমাদের ক্ষমা করো। আমাদের এমন কোন পরীক্ষায় পেলো না, যে পরীক্ষায় আমরা কৃতিত্বের সাথে পাশ করতে পারবো না।– আমীন।

জাজাকাল্লাহু খাইরান।

181780
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লাগল ।
হে আল্লাহ! আমাদের ক্ষমা করো। আমাদের এমন কোন পরীক্ষায় পেলো না, যে পরীক্ষায় আমরা কৃতিত্বের সাথে পাশ করতে পারবো না।– আমীন।
181905
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
সজল আহমেদ লিখেছেন : আমীন।ছুম্মা আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File