পথ শিশুদের সাথে একদিন
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২২ জানুয়ারি, ২০১৪, ১১:৪৫:০৯ রাত
গত ২১শে জানুয়ারী, ২০১৪ সামাজিক সংগঠন দূর্জয় [DUURJOY-( Development Union for Urban & Rural Jeopardized Old and Youth)] আয়োজন করেছে পথশিশুদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম- A day with street children.
পথশিশুদের সেখানে শিক্ষা দেয়া হয় দাঁতের যন্তের বিষয়ে---
শিখিয়ে দেয়া হয় দাঁত ব্রাশের পদ্ধতি-
এরপর তাদের মাঝে বিতরণ করা হয় টুথব্রাশ-
এবং টুথপেস্ট।
ব্রাশ ও পেস্ট হাতে পেয়ে খুব খুশি হয় আমাদের এ বন্ধুরা।
সেখানেই তাদেরকে দাঁত ব্রাশের প্রাকটিস করানো নয়।
টয়লেট ব্যবহারের পর এবং খাবার আগে কিভাবে হাত ধৌত করতে হবে, তার পদ্ধতি তাদের শিখানো হয় অত্যন্ত যত্নের সাথে।
এরপর তাদের মাঝে সাবান বিতরণ করা হয়।
সেখানেই তাদের হাত ধোয়ার প্রাকটিস করানো হয়।
ট্রেইনারদের অনুসরণ করে তারা চেষ্টা করছে ভালোভাবে হাত ধোয়ার নিয়মটি শিখতে-
কমদামী খাবারের মধ্যেও যে ব্যপক ভিটামিন রয়েছে এ বিষয়টি তাদের বুঝানোর চেষ্টা করা হয়-
এরপর তাদের মাঝে বিতরন করা হয় ভিটামিন সি ট্যাবলেট।
সামাজিক বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য বক্তব্য দেন আমাদের একজন ভাই।
সবশেষে তাদের মাঝে খাবার বিতরন করা হয়।
মহান আল্লাহ দূর্জয় টিমের একাজগুলোকে কবুল ও মঞ্জুর করুক- আমিন।
বিষয়: বিবিধ
২০২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন