বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র Principality of Sealand

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ১৫ জানুয়ারি, ২০১৪, ০২:০৮:০৮ দুপুর



এটি ইংল্যান্ডের একটি অংশে উত্তর সাগরে অবস্হিত।



রাষ্ট্রটির আয়তন ৫৫০ স্কয়ার মিটার। জনসংখ্যা সর্বমোট ৩ জন।



এখানে আলাদা পতাকা, মুদ্রা, সব কিছুই রয়েছে।



তাদের আলাদা পাসপোর্টও আছে-



জায়গাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। ১৯৬৭ সালে ব্রিটিশ নাগরিক Major Paddy Roy Bates এবং তার পরিবার এই জায়গাটির সত্ত্বাধিকারী হোন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষনা দেন। অন্য কোন স্বাধীন রাষ্ট্র এটিকে সার্বভৌমত্ব দেয়নি বা নিজেদের অঙ্গ রাষ্ট্র হিসেবেও ভূষিত করেনি। কিন্তু জামার্নী তাদের সার্বভৌমত্ব দিয়েছে বলে Bates দাবী করেন। স্প্যানিশ প্রোপার্টি ফার্ম InmoNaranja এটিকে মাইক্রো রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করেছে। খুবই স্বল্প জায়গা নিয়ে এই রাষ্ট্রের অবস্হান। মোট জনসংখ্যার তিনজনই Bates পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র।

উপর থেকে দেখলে দেশটিকে এমন দেখায়-



এক নজরে Principality of Sealand।

রাজধানী : HM Fort Roughs

স্হাপিত হয় : ২রা সেপ্টেম্বর ১৯৬৭ সাল।

আয়তন : ৫৫০ স্কয়ার মিটার।

জনসংখ্যা : ০৩ জন।

ভাষা : ইংরাজী।

মুদ্রা : Sealand Dollar

বিস্তারিত জানতে এ ভিডিওটি দেখতে পারেন।

বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162754
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
এটি সমুদ্র বন্দর নয় বরং দ্বিতিয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রের ডুবোচর এর উপর নির্মিত একটি রাডার ও এন্টি এয়ারক্রাফট ষ্টেশন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File