এ বছর যারা নতুন কলেজে ভর্তি হয়েছে, তাদের জন্য আমার পক্ষ থেকে বিভিন্ন প্রকার ফুলের শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ৩০ জুন, ২০১৩, ০৮:৫৪:৩৮ রাত

আগামীকাল ১লা জুলাই উচ্চ মাধ্যমিক শ্রেনীর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। স্কুল জীবন সফলতার সাথে শেষ করে যারা কলেজে উত্তীর্ন হয়েছে তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এবং আমার সেসব প্রিয় ছোট ভাইবোনকে জানাচ্ছি বিভিন্ন প্রকার ফুলের শুভেচ্ছা।

শুরুতেই জাতীয় ফুল শাপলা-



বর্ষন মুখর দিনে ক্লাস শুরু হওয়ায় এবার কদম-



অন্তরের অন্তস্থল থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা



তোমাদের মন হোক সাদা গোলাপের মত শুভ্র



প্রত্যাশা-তোমরা হবে নিরহংকারী; সূর্যমুখীর মত বিনয়ী।



তোমরা সুঘ্রান ছড়াবে বেলী ফুলের মত



কৃষ্মচূড়ার মত সাজাবে প্রিয় জন্মভূমিকে



গ্রাম বাংলার অহংকার কচুরিপানা



জারুল ফুল



জবা ফুল



গাঁদা



ভয় পেয়ো না। এটা ঘূর্নিঝড় নার্গিস নয়। এটা নার্গিস ফুল



অর্কিড ফুল



পদ্মাবতী



বিভিন্ন সংবর্ধনায় গিয়ে হয়তো রজনীগন্ধা পেয়েই গেছো, তারপরও আবার দিলাম-



শিমুল



শিউলি ফুলের সাথে আজ গড়ে তোল মিতালি



সব শেষে একটি কথা বলে শেষ করছি-



প্রস্ফুটিত হও ফুলের সৌরভে,

উজ্জীবিত হও ইসলামের গৌরবে।



বিষয়: বিবিধ

৮১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File