হাদীসের নামে জালিয়াতীঃ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ০২ মে, ২০১৩, ০৭:০৩:৫২ সন্ধ্যা
কুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। হাদীস ছাড়া কুরআন বুঝা সম্ভব নয়। ইসলামের প্রায় কোন বিধানই হাদীসের সাহায্য ছাড়া পালন করা সম্ভব নয়। সাধারণত ইসলামের প্রতি মুসলমানদের আবেগ প্রচন্ড। আর তাই অনেকেই আছেন, যারা ঠিকভাবে নামায কালাম আদায় না করলেও কেউ যদি হাদীসের কোন কথা বলেন, তাহলে তা পালন করুক আর না করুক, তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকে। আর যারা ইসলামী বিধান মতে নিজ জীবন কাটাতে চায়, তাদেরকে হাদীসের কথা বললেই অন্য কোন কথাই আর নেই। পরম ভক্তি সহকারে তারা সে হাদীসের উপর আমল শুরু করে দেন। হাদীসের প্রতি মানুষের এ দূর্বলতাকে কাজে লাগিয়ে কিছু জালিয়াত তাদের মনগড়া কিছু কথাকে হাদীসের কথা বলে প্রচার করে। আবার কখনো কখনো কোন আলেম মানুষের হেদায়াতের জন্যও এমন কিছু কথা হাদীসের নামে প্রচার করেন, হাদীসে যার কোন অস্তিত্বই নেই। উনারা হয়তো মনে করেছেন- মানুষের হেদায়াতের জন্য কুরআন-হাদীসে যা আছে, তা যথেষ্ট নয়, তাই নিজেরা কিছু যোগ করেছেন। আর উনাদের কথার চেয়ে হাদীসের কথা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে মনে করে সে কথাটিকে আবার হাদীসের নামে প্রচারও শুরু করেছেন। কালক্রমে মোকছুদুল মোমিন, নেয়ামুল কুরআন প্রভৃতি বহুল প্রচলিত বইয়ের মাধ্যমে এ সকল বানোয়াট ও জাল হাদীস পৌঁছে গেছে মুসলিম সমাজের ঘরে ঘরে। অতি ভক্তির কারনে আবার কেউ কেউ বিভিন্ন বুজুর্গের কথাকেও হাদীস হিসেবে চালিয়ে দিয়েছেন। যার ফলে আমাদের সমাজে এখন জাল হাদীসের ছড়াছড়ি।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর তাঁর “হাদীসের নামে জালিয়াতীঃ প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা” বইতে এ জাতীয় অসংখ্য জাল হাদীসের বর্ননা দিয়েছেন। এবং অতি সূক্ষ্ম বিশ্লেষনের মাধ্যমে প্রমান করেছেন, হাদীসে এ জাতীয় কথার কোন অস্তিত্বই নেই। শূধু তাই নয়, কিভাবে এবং কোন জালিয়াতের মাধ্যমে এ জাতীয় কথাবার্তা হাদীস হিসেবে প্রচারিত হয়েছে তাও অনেক ক্ষেত্রে বর্ননা করার চেষ্টা করেছেন।
আজ উনার এ মূল্যবান বইটি মোটামুটিভাবে পড়া শেষ করলাম। অসংখ্য তথ্যসমৃদ্ধ বইটি বর্তমানযুগের মুসলমানদের জন্য খুবই প্রয়োজন বলে আমার কাছে মনে হয়।বইটির সফট কপি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। মহান আল্লাহ বইটির লেখক ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীরকে উত্তম প্রতিদান দান করুন- আমিন।
বিষয়: বিবিধ
২০১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন