ছোট্ট ছেলেটা used কনডমের বেলুন দাঁত দিয়ে কামড়াচ্ছে
লিখেছেন লিখেছেন লোহার ফুল ১০ জানুয়ারি, ২০১৩, ০৭:০৭:২৭ সন্ধ্যা
পরিবাগ থেকে মিন্টো রোড বরাবর ওভারব্রিজ। সৌজন্যে এক্সিম ব্যাংক। দিনের বেলা সিড়ি গুলার দিকে তাকিয়ে ওঠানামা করা কঠিন। প্রায় প্রত্যেক ধাপেই কনডম পড়ে আছে। কোনোটা ধুলি মলিন। কোনোটা ঘোলাটে প্রাণরস-বীর্যে অর্ধেক ভর্তি, গিট্টু দেয়া। আম্মু-আব্বু, ভাই-বোন সাথে থাকলে ঐ পথটা পার হওয়াটা আরো কঠিন হয়ে যায়।
রাতের ব্যাপারটা আরেকটু আলাদা। তিন দিন, সম্ভবত ভিন্ন ভিন্ন নারী ঠোঁঠে-মুখে রঙ মেখে জিজ্ঞেস করল
"কাজ করাবো কিনা"।
কাজ সেরে বাসায় ফিরছিলাম বিকেল বেলা। ওভারব্রিজ পার হয়ে গন্তব্যের দিকে দ্রুত নেমে যাচ্ছিলাম। সামনে দুটো ২/৩ বছরের বাচ্চা ছেলে। এই হাড় কাপানো শীতে গায়ে গেঞ্জি আর হাফ প্যান্ট। ওদের পাস করে গিয়ে কী মনে করে ফিরে তাকালাম। দেখি একজন, মনের সুখে একটা ব্যাবহৃত কনডম এর ভেতরে ফু দিয়ে ছোট্ট বল বানিয়েছে। এরপর সেই বল উপরের পাটির দাঁত দিয়ে কামড়ে ফাটাতে চেষ্টা করছে। মধ্যবিত্ত জড়তা ভেংগে মনের অজান্তেই মুখ খিঁচিয়ে বললাম,
ফেলে দাও! ময়লা! ময়লা!
এর চাইতে বেশি কী-ইবা করতে পারি আমি, আপনি-আমরা? পরিবাগের ওভার ব্রীজ ঐ খোকা দুটোর জন্য ভালো খেলনা প্রাপ্তিস্থল। এর চাইতে ভালো খেলনা পাওয়ার জায়গা আপাতত আমার জানা নাই।
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন