তোমরা বরং বাসাতেই থাকো।ফুলদানী হও।
লিখেছেন লিখেছেন লোহার ফুল ১৪ এপ্রিল, ২০১৩, ০৯:৪০:৪৭ রাত
ছবির সূত্র ও সত্ত্বঃ [ইয়াহু নিউজ ]
তোমরা রাস্তায় বের হয়ে আসলে হুজুরদের চাইতেও
অনেক বেশি কষ্ট পাবে নারী নেত্রীরা
কষ্ট পাচ্ছে চামড়া ব্যবসায়ীরা
তোমরা লাক্স সুন্দরী হয়ে উঠছো না
তোমরা তো সেরাকন্ঠে গাইছ না
তোমরা কোমড় দুলিয়ে নবীনবরনের স্টেজে নেচে উঠবেনা
তোমরা মেরিল প্রথম আলোর ভিক্ষা নেবেনা
সুন্দরী হয়ে ওঠার জন্য সম্পাদকের সাথে শুচ্ছনা
আমরা তোমাদের কোথাও দেখতে চাইনা,
সংবাদের পাঠিকা, নায়িকা, বিজ্ঞাপনের বিলবোর্ড, কোথাওনা
প্লিজ তোমরা ঐ মাথার স্কার্ফ, হিজাব, বোরকা, নেকাব পড়ে বের হয়ে পড়োনা
তোমাদের চেহারায় “বয়ফ্রেন্ড” এর কোলে ঢলে পড়ার প্রস্তুতি নাই
যখন তখন কাপড় খোলার অভ্যাস নাই,
তোমাদের হেঁটে যাওয়া তাই “কুল গাই” দের “হট” করে লাড়ায়া দেয়না
তোমরা যেহেতু নারী স্বাধীনতায় বিশ্বাসই করনা
আমরা তোমাদের দেখে তাই “মালটা কঠিন” বলে উঠতে পারছিনা।
সে অর্থে তোমরা তাই নারীও না।
প্লিজ তোমরা ঐ মাথার স্কার্ফ, হিজাব, বোরকা, নেকাব পড়ে এভাবে রাস্তায় এসোনা
তোমরা বরং বাসাতেই থাকো।
ফুলদানী হও, খাও, দাও, বগল বাজাও।
তোমরা আলাপ কর, গান গাও
“নারী নীতি”র বিরুদ্ধে তোমরা কথা না বলে তোমাদের বীরপুঙ্গবদের পাঠাও
আমরা তখন পত্রিকায় মুখস্ত লিখে দিব
“যেহেতু নারী অধিকারের কথা বলছে একদল পুরুষ, কাজে কাজেই এই দাবী খারিজ”
লিখবনা, কখনওই এই পুরুষের পেছনে তোমরা যে আছ। আছ যে?
তোমরা মিয়া “নারী”ই না। মহিলা।
কাজে কাজেই আর যাই করো, দোহাই তোমাদের
প্লিজ তোমরা ঐ মাথার স্কার্ফ, হিজাব, বোরকা, নেকাব পড়ে এভাবে “রাজনৈতিক” হয়ে উঠোনা
বিষয়: সাহিত্য
২৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন