আমিতো অতিসাধারন একজন মুসলিম মাত্র

লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ০৮ মার্চ, ২০১৩, ০৮:১৫:৩৫ রাত

হে আল্লাহ্ ! আমিতো অতিসাধারন একজন মুসলিম মাত্র, আমি তোমার করুনার কাঙ্গাল। আমি জামাত-শিবির বুঝিনা, আমি আওয়ামিলীগ,বিএনপি বুঝিনা; যারা আছে সত্যের পথে তাদেরকে তুমি সাহায্য করো বিজয়ী করো আর আমাকে তুমি তাদের দলে সামিল করে দাও, আমাকে তুমি বিভ্রান্ত হবার ফুরসত দিওনা- আমাকে আমার নফসের উপর ছেড়ে দিওনা, আমাকে সরল-সঠিক পথের পথিক বানিয়ে দাও। সারা বাংলাদেশে শান্তির বিজয়-কেতন উড্ডিন করে দাও। এই দেশটাকে তোমার রহমতের সু-শীতল ছাঁয়া দিয়ে আচ্ছাদিত করে দাও, তোমার বিচারে যারা মানবতা ও শান্তির ধর্ম ইসলামের দুশমন তাদেরকে তুমি হেদায়েত দাও আর যদি তারা হেদায়েতের যোগ্য না হয় তাহলে তাদের ধংস্ব করে দাও। আমিন।



বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File