এই দু'টি আয়াত ভালো করে দেখুন এরপর আপনার চোখ দু'টি বন্ধ করে গভীরভাবে একটু ভাবুন

লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ০৭ মার্চ, ২০১৩, ০৯:২৪:৩৯ সকাল

“সেদিন তাদের (চেহারা সমূহ) ওলট পালট করে (প্রজ্বলিত) আগুনে রাখা হবে, সেদিন তারা বলবে, হায়, (কতো ভালো হতো) যদি আমরা আল্লাহ তায়ালা ও রাসূলের আনুগত্য করে আসতাম।”

[সূরাঃ আল-আহযাব ৩৩/৬৬]

“তারা (সেদিন আরো) বলবে, হে আমাদের মালিক, (দুনিয়ার জীবনে) আমরা আমাদের নেতা ও বড়োদের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করেছে।” “হে আমাদের মালিক, ওদের তুমি (আজ) দ্বিগুন পরিমান শাস্তি দাও এবং তাদের ওপর বড়োরকমের অভিশাপ পাঠাও।”

[সূরাঃ আহযাব ৩৩/৬৭-৬৮]

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File