কে তিনি ? ???
লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ০৬ মার্চ, ২০১৩, ১১:২৪:৩৯ রাত
হালকা গড়ন , চওড়া কাঁধ, প্রশস্ত বক্ষ সবল মেরুদন্ড ও সুদৃঢ় পেশী। সাস্থবান, শক্তিশালী সুঠাম ও সুন্দর দেহ। মাঝারি উচ্চতা ঈষৎ কোকড়ানো ঘন কালো চুল, গুচ্ছাকারে প্রায় কাঁধ ছুয়ে থাকতো। পরিনত বয়সেও মাত্র গোটা বিশেক পাকা চুল দেখাগেছে। মুখমন্ডল ছিল ডিম্বাকার, প্রশস্ত ও উচু কপালের নিচে সুন্দর ও সুদির্ঘ ও বাকানো দুটো ভ্রু, গভীর কালো চোখ দুটো টানা দিপ্তময়। নাক বড় আকারের ঈগল পাখির ঠোটের মত বাকানো। দাঁত তাঁর সুগঠিত ঝকঝকে সাদা মুখ ভর্তি পৌরষ দিপ্ত শশ্রু। গায়ের ত্বক ছিল স্বচ্ছ ও নরম, রং উজ্জল রক্তিমাভ গোলাপী। ঘাম দেখা দিলে তা মুক্তোর মত ঝলঝল করতো। হাত দুটো ছিল রেশমের মত নরম ও মোলায়েম। পদক্ষেপ ছিল দৃঢ় ও স্প্রিংয়ের মত স্থিতি স্থাপক। হাটার সময় মনে হতো কোন উচু জায়াগা হতে নিচে নামছেন।
মুখ ঘুরালে পুরো শরিরটাই ঘুরাতেন। তাঁকে দেখে মনে হত চিন্তাশীল ধ্যনমগ্ন ও গম্ভির কিন্তু সেই সাথে সদা সচেতন।
তিনি হাসতেন কিন্তু তা কখনো মুচকি হাসির সিমা ছাড়িয়ে যেতনা।
মেঘ তাঁকে ছায়া দিতো সব সময় , আলোতে কখনো তাঁর ছায়া দেখা যেতো না .... মুখ ছিলো পূর্ণিমার চাদের মতো উজ্জ্বল, ভ্র যুগল ছিলো জোড়া .....
কে তিনি ?
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন