নেকড়ে আসছে...। ধেয়ে আসছে...। আমাদের খাবে...কেউ কিচ্ছু বলবে না।

লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ০৬ মার্চ, ২০১৩, ০৪:৫৮:৫৬ বিকাল

৪ টা ষাঁড়ের একটা পাল ছিল। যার মধ্যে ৩ টা কালো আর ১টা সাদা। সবসময় একসাথে চরত। নেকড়ের পালের নজর ছিল এই ষাঁড়ের পালের দিকে। কিন্তু ষাঁড়ের পালের একতার জন্য কিছুই করতে পারতনা। তো একবার এক নেকড়ে একটা ষাঁড়কে বলল , তোমাদের মধ্যে ওই সাদা ষাঁড়টার জন্যই তোমারা নেকড়েদের দৃষ্টিগোচর হও। তাকে তোমাদের দল থেকে বের করে দাও। তাহলেই আর তোমাদের কারো চোখে পড়বে না। এরপর বাকি ষাঁড়গুলোও নিজেদের মধ্যে আলোচনা করে সাদা ষাড়টিকে দল থেকে বের করে দিল। নেকড়েরা সুযোগ পেয়ে সাদা ষাঁড়টির উপর ঝাঁপিয়ে পড়ল।তখন বাকি ষাঁড়গুলো শুধু চেয়ে চেয়ে দেখছিল। এভাবে একে একে সুযোগ মত নেকড়েরা সব ষাঁড় সাবাড় করে ফেলতে লাগল। শেষ ষাঁড়টিকে যখন নেকড়ে ধাওয়া করছিল তখন সে বাঁচার ব্যর্থ চেষ্টা করতে করতে বলছিল, “I didn’t die today, I died when I let the wolves eat the white one and I remained silent.”

যখন ফিলিস্তিন,চেচনিয়া আক্রান্ত হল তখন কোন ইরাকি সাহায্য করেনি, যখন ইরাক আক্রান্ত হল তখন সিরিয়া চুপ ছিল, কাশ্মীরের সময় গুজরাট কিছু বলে নি, গুজরাটের সময় এগিয়ে আসে নি বাংলাদেশ কিংবা মায়ানমারের মুসলিমরা, রোহিঙ্গাদেরকে আমরা বুড়ো আঙ্গুল দেখালাম...... এর পর কে?

নেকড়ে আসছে...। ধেয়ে আসছে...। আমাদের খাবে...কেউ কিচ্ছু বলবে না। আমরাও যে বলিনি।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File