যারা আশা করছেন, সরকার সোহেল রানাকে উপযুক্ত শাস্তি দিবেন তারা বোকার স্বর্গে আছেন।
লিখেছেন লিখেছেন পাগলা ব্যাটা ২৮ এপ্রিল, ২০১৩, ০৮:৫১:০৩ রাত
সাভার যুবলীগের নেতা সোহেল রানা গ্রেফতার হওয়ায় যারা খুশিতে বগল বাজাইতেছেন তাদের বলছি, "বাস্তবাদী হোন"।
দেশব্যাপী ছড়িয়ে পরা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে আপাতত সামাল দিতেই রানার এই গ্রেফতার নাটক। তাছাড়া রানার লুকিয়ে থাকার স্থানটি ফেসবুকে এক ভাই প্রকাশ করে দেয়ায় এই নরপিচাশসহ তার আশ্রয়দাতার জীবনও বিপন্ন হয়ে পড়েছিলো। তাই সাধারণ মানুষের গণপিটুনীর মৃত্যুর হাত থেকে এই মূল্যবান যুবলীগ নেতাকে রক্ষা করার প্রয়োজনও ছিলো। এই লোকের শাস্তির বিষয়ে যারা আশাবাদী, তারা মনে রাখবেন নাটোরে সানাউল্লাহ নূর বাবুর হত্যাকাণ্ডের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাড়িয়ে ভিডিও দেখে বিচার করার আশ্বাস দিয়েছিলেন। বিচার কী হয়েছে, তা আপনাদের অজানা নয়।
আপনাদের মনে থাকার কথা এডভোকেট নুরুল ইসলাম হত্যাকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কসাই তাহের ও তার পুত্রকে শেখ হাসিনার ক্ষমা করে দেবার ইতিহাস। এভাবে উনি আরো প্রায় দুই ডজন ফাঁসির আসামীকে খালাস দিয়েছে।
কাজেই যারা আশা করছেন, সরকার সোহেল রানাকে উপযুক্ত শাস্তি দিবেন তারা বোকার স্বর্গে আছেন।
আর একটি কথা, এই সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে ইমারত আইনের ১২নং ধারায়। আর এই ধারায় সর্বোচ্চ শাস্তি মাত্র ৭বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।
বিষয়: বিবিধ
১৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন