আসুন জীবনের প্রাপ্তি গুলোর জন্য মহান স্রস্টার কাছে কৃতজ্ঞতায় মাথা নোয়াই বরংবার..

লিখেছেন লিখেছেন শহীদ ভাই ০৯ মার্চ, ২০১৩, ০৯:০৪:৫৯ সকাল



বয়স ৭০ পেরিয়েছে ইনসান আলীর। নদী ভাঙ্গনে ঘর হারিয়েছেন ১১বার। দুবেলা ভাত জোগাড় করতে কষ্ট হয়। একটানা চারদিন না খেয়ে থাকতেও অসুবিধা হবে না তার এই বিশ্বাস। তবুও দয়াময় স্রস্টার কাছে নেই তার কোন অভিযোগ। বরং জীবন সায়াহ্নে এসে দয়াময় প্রভুর পায়ে নিজেকে সমর্পণ করবার প্রচেস্টায় দিনরাত মগ্ন এই বৃদ্ধ। বছরের বিশেষ পাঁচদিন বাদে রোজা রেখে চলেছেন বাকি সারা বছর। এমন করেই পার করেছেন জীবনের ২৮টি বসন্ত। এই দীর্ঘ সময় তিনি রোগ আক্রান্ত হননি।

ঔষধ খেয়েছেন মাত্র ২০০ টাকার।

স্রস্টার কাছে একটি বারের জন্যও অভিযোগ করেন না এই মানুষটি।

অথচ এত কিছুর প্রাপ্তির পরও আমাদের রোজ হাজারটা অভিযোগ দয়াময়ের কাছে। এই মহান মানুষটার কথাগুলো যতবার ভাবি ততবারই বড় পাপী মনে হয় নিজেকে.....আজকে র সূর্যদোয়ই যদি হয় জীবনের শেষ সূর্যোদয়। যদি দিন পেরোবার আগেই ডাক এসে যায় .....কী জবাব দেব ওপাড়ে গিয়ে স্রস্টার কাছে? ....এই মহান মানুষগুলোর তুলোনায় আমি যে খুবই তুচ্ছ ,বড় পাপী মনে হয় নিজেকে।

আসুন আমরা নিজেদের বদলে ফেলার শপথ করি।

নিজেদের অপ্রাপ্তিগুলোর জন্য আক্ষেপ না করে

আসুন জীবনের প্রাপ্তি গুলোর জন্য মহান স্রস্টার কাছে কৃতজ্ঞতায় মাথা নোয়াই বরংবার......

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File