টুডে ব্লগের সকল ব্লগার ভাই/বোনদের প্রতি একটি আহবান
লিখেছেন লিখেছেন শহীদ ভাই ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০১:০৫ রাত
প্রায় ৩বছর ধরে বিভিন্ন ব্লগে ব্লগিং করছি আমি।
যদিও গত কয়েক মাস ধরে খুব বেশী অনিয়মিত হয়ে গেছি।
আমার ব্লগীং জীবনে আমি একটি বিষয় খেয়াল করেছি, কিছু কিছু ব্লগার ভাই/বোন নিজের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্য কথন ও অশ্লীল বাক্য প্রয়োগ করে থাকেন।
যা কিনা মোটেই ঠিক নয়। আর এইভাবে কখনই নিজের মতাদর্শের প্রতি অন্যকে টেনে আনাও সম্ভব নয়।
আসুন, আমরা টুডে ব্লগকে এমন একটি আদর্শ ব্লগ পরিবার হিসেবে গড়ে তুলি- যে পরিবারে অনেকগুলো ভাই/বোন থাকবে এবং সেই ভাই/বোনগুলো বিভিন্ন মতাদর্শের হলেও নিজেদের মধ্যে থাকবে সহমর্মিতা,সহনশীলতা, স্নেহ ও শ্রদ্ধার বন্ধন।
আর এই টুডে ব্লগকে আদর্শ ব্লগ হিসেবে গড়ে তুলতে হলে কোন অবস্থাতেই নিজের মতাদর্শকে অন্যের উপর চাপিয়ে দেয়ার জন্য জবরদস্তী করা যাবে না,অশ্লীল বাক্য প্রয়োগ করা যাবে না,গালাগালি করা যাবে না।
কোন ভাই বা বোনের মতাদর্শ আপনার পছন্দ না হলে সুন্দর ও সাবলীল ভাষায় তাকে বুঝাবার চেষ্টা করুন এবং আপনার মতদর্শের প্রতি তাকে আহবান করুন।
এই ক্ষেত্রে আপনাকে স্বরন রাখতে হবে যে, মিথ্যা দিয়ে কখনই সত্যকে দাবিয়ে রাখা যায় না আর অশ্লীল বাক্য প্রয়োগ করে গালাগালি করে নিজের মতাদর্শের প্রতি অন্যকে আকৃষ্ট করা যায় না।
আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি।
শুভ ব্লগীং
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন