আমি সুশীল বটে
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৩ মার্চ, ২০১৩, ১২:৩৬:১২ দুপুর
আমি সুশীল বটে
চলনে বড়নে গড়নে, গাড়ীতে ও বাড়ীতে
লেকচারের মাইকে, আথবা পারার গলীতে
শিল্পীর শিল্পতে, নর্তকীর নৃত্যতে
উর্বশীর রূপের ঘ্রানে, কামনার টানে
আমি সুশীল বটে।
আমি সুশীল বটে
রাতের বারে মদ্যপানে, রূপসীর কোমড়ের টানে
ঢলাঢলি করে গাড়িতে গড়িয়ে, শরীর ভরিয়ে
সমদ্রু বিচে মাখামাখিতে স্নানান্দে
সখি সব লয়ে উন্মাদনায় রাত্রি যাপনে
আমি সুশীল বটে।
আমি সুশীল বটে
আধিকার আদায়ে কিশোর যুবাদের
অবাধ মেলামেশা নিশ্চত করনে
যৌন শিল্প মুক্তির আস্ফোলনে।
আমি সুশীল বটে।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন