বাঘ কি আঘাত প্রাপ্ত হলে লেজগুটিয়ে পালিয়ে যায়?

লিখেছেন লিখেছেন চোরাবালি ২১ নভেম্বর, ২০১৫, ০২:৫৮:৩৮ দুপুর

শিকারী যখন বনের বাঘ শিকার করে তখন শিকারীকে বাহাবাই দিতে হয় কেননা সে বাঘের মত প্রাণীতে শিকার করতে পেরেছে। কিন্তু শিকারী যখন খাঁচার বাঘ শিকার করে তখন কি সে বাহবা পাওয়ার যোগ্যতা রাখে!!!!

খাঁচার বাঘকে শিকার করতে কোন অভিজ্ঞতা লাগে না; লাগে না কোন শতর্কতা, শুধু চাই হাতিয়ার, হউক না সে যতই ভোতা। কেননা শিকারের তো নেই স্বাধীনতা। শান্তু শুধু হুংকার ডংকারেই। অন্যভাবে বলা যায় খাঁচার বাঘ শিকার করতে পারে নেড়ি কুকুড়েও।

তবে শিকারী তত্ত্বের মর্মে জানা যায় বাঘ আঘাত প্রাপ্ত হলে কখনও পালিয়ে যায় না লেজগুটিয়ে যেমনটি দেখা যায় না কুকুর গুলোর মাঝে, সে সামনেই এগেবেই তার বাঘের দাম্ভিকতায়। কেননা সে তো বাঘ।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350639
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
বাকপ্রবাস লিখেছেন : হয়তো একদিন সেই শীকারি শাড়ি কাপড় খুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে মাখা খারাপ হয়ে, আল্লাহ কাউকে কাউকে শাস্থির নমুনা ইহকালেই ইঙ্গীত দেয়
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৮
291057
চোরাবালি লিখেছেন : আল্লাহ মানুষকে শাস্তিদেন অত্যন্ত কঠোর ভাবে কিন্তু আমাদের অধিকাংশের সেটা যে আল্লাহর শাস্তি সেটা বোঝার মতও বোধশক্তি হাড়িয়ে ফেলে। দুহাতে শুধু সম্পদই অর্জণ করে কিনউত সে সম্পদে থাকে শূণ্যতা। সে সম্পদে খেলা করে শুকুনের দল, থাকেনা সেখানে কোন আত্মার আত্মীয়র চঞ্চলতা
350640
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৫
সিটিজি৪বিডি লিখেছেন : বাঘের বাচ্ছারা সত্য কথা বলে।
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৯
291059
চোরাবালি লিখেছেন : হউক সত্যের জয়- মিথ্য সেতো অবশ্যই পরাজিত অপেক্ষা শুধু সময়ের
350645
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৫
অপি বাইদান লিখেছেন : রাষ্ট্রপতির কাছে সকা-মুজার প্রভিক্ষার আবেদন।
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৬
291068
চোরাবালি লিখেছেন : এই তোরে না কইছি আমার ব্লগে কোনদিন মন্তব্য করবি না? লাজ সরম কি তোর কিছু নাই রাস্তায় হাগুমুত করা লোকের মত!!!!
350659
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৯
নকীব কম্পিউটার লিখেছেন : ভালো লাগলো
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
291087
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File