বাঘ কি আঘাত প্রাপ্ত হলে লেজগুটিয়ে পালিয়ে যায়?
লিখেছেন লিখেছেন চোরাবালি ২১ নভেম্বর, ২০১৫, ০২:৫৮:৩৮ দুপুর
শিকারী যখন বনের বাঘ শিকার করে তখন শিকারীকে বাহাবাই দিতে হয় কেননা সে বাঘের মত প্রাণীতে শিকার করতে পেরেছে। কিন্তু শিকারী যখন খাঁচার বাঘ শিকার করে তখন কি সে বাহবা পাওয়ার যোগ্যতা রাখে!!!!
খাঁচার বাঘকে শিকার করতে কোন অভিজ্ঞতা লাগে না; লাগে না কোন শতর্কতা, শুধু চাই হাতিয়ার, হউক না সে যতই ভোতা। কেননা শিকারের তো নেই স্বাধীনতা। শান্তু শুধু হুংকার ডংকারেই। অন্যভাবে বলা যায় খাঁচার বাঘ শিকার করতে পারে নেড়ি কুকুড়েও।
তবে শিকারী তত্ত্বের মর্মে জানা যায় বাঘ আঘাত প্রাপ্ত হলে কখনও পালিয়ে যায় না লেজগুটিয়ে যেমনটি দেখা যায় না কুকুর গুলোর মাঝে, সে সামনেই এগেবেই তার বাঘের দাম্ভিকতায়। কেননা সে তো বাঘ।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন