বউয়ের চাপে পড়ে পুরোনো দিনের গান গাইলাম গতকাল

লিখেছেন লিখেছেন চোরাবালি ০১ জানুয়ারি, ২০১৫, ০৮:৩২:০৮ সকাল

বউয়ের পিড়াপিড়িতে গান গাইতেই হল গতকাল রাতে। যেহেতু সে পুরোনো দিনের গান শুনতে চেয়েছে তাই পুরোনো দিনের গানই গাওয়ার চেষ্টা করাম ২/৪ লাইন।

# ও নিমাই দাঁড়া রে হে----------------এ

দাঁড়ারে নিমায় দেখিব তোও ও রে--

ঘরে বধু বিষ্ণ প্রিয়া জনমও দুখিনি---------

তেলে বেগুনে জলে উঠল। না শোনালে না শোনাবা এই ফাইজলামোর কি মানে--

মান ভাঙাতে আমি বললাম আচ্ছা ঠিক আছে সিনেমার গান শোনায়-

# আকাশ থেকে পড়ল যে কারেন্টেরই খাম্বা

গোল গাল মুখের গড়ন নাকটা যে তার লম্বা

আয় আয় সোহাগী কাছে আয়

নে নে বুকে তে টেনে নে-

এবার আরো রেগে গিয়ে; সব সময় কি ফাইজলামো না করলে ভাল লাগে না- বিরক্তের কিন্তু সীমা আছে বলে দিলাম- বললাম আচ্ছা এবার রোমান্টিক গান শোনায়

# বেদের মেয়ে জোছনা আমার কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

---------------------------------------

এবার সে খিল খিলিয়ে হাসতে শুরু করল; সাথে বাচ্চা দুটিও মায়ের হাসির সাথে তাল মিলিয়ে বলতে শুরু করল; আব্বু এসব কি গান বলছে রে--

মিনতি করে বললাম যে; ধর্য্য ধর; আমি তোমাদের সুন্দর একটা পুরোনো দিনের গান শোনাচ্ছি--

# ড্যাগেরও ভিতরে চাইলে ডাইলে উতরাইলিতো সয়

সে উতরানি মোরে উতরাইলি-----

স্যাম পিরিতি আমার অন্তরে---

মা আর ছেলে মিলি হাসতে হাসতে শেষে। দয়া হল আমার ৩বছর বয়সী ছোট্ট ছেলেটার। ধমক দিয়ে বলল- চুপ; চুপ; একদম চুপ বাবা গান বলছে না। বাবা চলরে আমরা অন্যঘরে যায়; ওরা অনেক দুষ্ট।

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298494
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫১
কাহাফ লিখেছেন :

"সব সময় কি ফাইজলামো না করলে ভাল লাগে না- বিরক্তের কিন্তু সীমা আছে বলে দিলাম"
বউদের থেকে এমন শুনতে কতই না ভাল লাগে............ Praying Praying Praying
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৯
241644
চোরাবালি লিখেছেন : খারাপ লাগে না যদি মুখ অতি কৃষ্ণবর্ণ না করে ফেলে
298524
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা...তা এসব গান কোন কালের ?? ভালই তো গাইলেন শুনলাম । আপনার সুর ভাল Happy
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩২
241665
চোরাবালি লিখেছেন : কবে কোন সময় শুনেছিলাম নিজেই সেরকম খেয়াল নেই।
298532
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : আপনারা জামাই-বউ মনে হয় অন্জু ঘোষের চরম ফ্যান
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৩
241666
চোরাবালি লিখেছেন : আমার বউ অঞ্জু ঘোষ কে চিনেই না Tongue Tongue Tongue
298552
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৯
সুন্দর আগামী লিখেছেন : এমোশনাল করে দ্যান ক্যারে ? ব্যাচেলর মানুষ ! এমোশনগুলো ঢুকরে ঢুকরে কেঁদে মরে ।!
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১১
241844
চোরাবালি লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying
298572
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২১
নাবিলা লিখেছেন : লেখাটি পড়েহাসি পেয়ে গেল!!!
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১০
241843
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
298580
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গানের ঠেলায় কানের কি???
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৯
241842
চোরাবালি লিখেছেন : বেহাল দশা
298608
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার গলার সুর খুউব মিষ্টি। Big Grin Big Grin

কুমিল্লায় আসতেছি কয়দিন পর। তখন আপনার গান শুনাতে হবে কিন্তু। Cheer Cheer Cook Cook
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৬
241841
চোরাবালি লিখেছেন : অবশ্যই অবশ্যই আমি সিডি প্লেয়ারটা ঠিক করে রাখব।
298625
০১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
মু নূরনবী লিখেছেন : ওই মেয়া আপনি কুমিল্লা??


কয়দিন পরই আসতেছি...ইনশাআল্লাহ।
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৩
241840
চোরাবালি লিখেছেন : আসেন দেখা হবে ইনশাল্লাহ। এফবির ইনবক্সে নাম্বার দিয়ে রাখবেন প্লিজ
298649
০১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৪
আফরা লিখেছেন : আপনার কন্ঠ তো ভাইয়া মাশাআল্লাহ খুব মিষ্টি ।
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৩
241839
চোরাবালি লিখেছেন : আপনার অনুভূতি শক্তি তো অনেক বেশী।
১০
298670
০১ জানুয়ারি ২০১৫ রাত ১১:০০
অনেক পথ বাকি লিখেছেন : গানের সাথে ভিডিওটা দিলে আরো মজা হতো।
০২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০২
241838
চোরাবালি লিখেছেন : গানই বের হতে চায় না আবার ভিডিও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File