এত্তদিনে বুঝলাম ব্লগে সবাই কামলা
লিখেছেন লিখেছেন চোরাবালি ১১ নভেম্বর, ২০১৪, ০৪:৪১:৫১ বিকাল
নিজে একজন কামলা মানুষ। সেই কামলার ব্যাপারটি আরো বেশী ফুটিয়ে তুলল এক বন্ধু। ফোন করে জিজ্ঞেস করলাম বন্ধু কি খবর বল!!! সুন্দর ইনিয়ে বিনিয়ে বলল- আমি আছি আল্লাহ পাকের রহমতে দেশের বৃহৎ কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি সেক্টর যে সেক্টর না থাকলে হয়তো আমরা এতদুর আগাতে পারতাম না; আমি সেই সেক্টরের একজন কামলা। যেহেতু আমি নিজেকে কামলা মনে করি সেহেতু বুঝে নিলাম সেও এক কামলা।
যা হউক; এই কামলা গিরির মাঝেও মাঝে মাঝে লেখালেখি করতাম যেভাবে করত অনেকেই কিন্তু ইদানিং দেখি ব্লগে কিছু মৌলিক লেখা ছাড়া আর কোন লেখাই আর নেই।
যা বেশ বেদনাদায়ক আমার কাছে। লিখতে না পারলেও পড়তে পড়তে বেশ লেখার আগ্রহ জাগত কিন্তু লেখা না থাকায় পড়াও হয় না লেখার আগ্রহও জাগে না। তাই সকলে যদি আবার কামলা গিরির ফাকেও একটু আধটু লেখা লেখির চর্চা করেন তা হলে আমার মত কামলারও লেখার আগ্রহ ফিরে আসত।
ধন্যবাদ ভাল থাকবেন।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি মুর্খ মানুষ না হয় শুধু লেখা পড়েই গেলাম।
কবে যে আমাদের মডু মহাদয়দের বোধোদয় হবে আল্লাহই জানেন।
কামলাদেরও কিছু চাওয়া-পাওয়ার থাকে!
মডুদের অবহেলা বড় মাপের কামনাদের মন বিষিয়ে দিয়েছে!কোন অভিযোগ-অনুযোগে মডুরা কান না দেয়ায় এমন পরিস্হিতির সৃষ্টি হয়েছে!
মন্তব্য করতে লগইন করুন