যার ঘোড়া তার ঘোড়া না চেরাগদারের ঘোড়া
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:২৯:২০ বিকাল
প্রবাদটি আমার এলাকার।
উৎস মর্ম- একবার একলোক ঘোড়া বেঁচতে হাটে নিয়ে গেছে তো নিয়ে যাবার পর দালালরা সচারচর বিক্রেতাকে সহায়তা করে কিছু টাকা দাবি করে। তো এক খরিদ্দার আসে ঘোড়া সম্পর্কে জিঙ্গেস করলে চেরাকদার (দালাল) বলে ভাই ---- সাথে গর্ভবর্তীও। কিন্তু বেচারা বিক্রেতা সহজ সরল মানুষ সে বলে বসে ভাই ঘোরা আমার আমি বলছি গর্ভবতী না। দালাল এবং মালিকে তর্ক বেধে যায় আর তাতে অন্যান্যরা বলে যে যার ঘোড়া তার ঘোড়া না চেরাকদারের ঘোরা।
যা হউক আমাদের আওয়ামী লীগের অবস্থা এখন এরকম চেরাকদারের মত। কেননা যারা সরাসরি যুদ্ধ করল নেতৃত্ব দিল কিন্তু তারা যেটি বলছে সেটি সঠিক নয় সঠিক হল চেরাগদার।
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন