মাতৃ ভান্ডারের রস মালাই
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৩ জুলাই, ২০১৪, ১২:২৭:০৭ দুপুর
কুমিল্লা শহরে বসবাসরত হউক বা না হউক কুমিল্লার মাতৃভান্ডারের স্বাদ সম্পর্কে অনন্ত মৌখিক ভাবে জানেন না এমন লোক হয়তো খুবই কম বিশেষ করে যারা মিষ্টি প্রিয়। কুমিল্লা শহরে বসবাসের সময় বিভিন্ন সময়ে ঘরনী হতে আগত অতথি যেই আসুক সবাই বলে এই রস মালাইয়ের কথা। কিনতে গেলে লাইনই চোখে পড়ে, দাঁড়াতে হবে অনন্ত ঘন্টা খানেক। যদিও প্রায় বছর দেড়েকের বসবাসে কেনা হয়ে ওঠেনি আমার কখনও যদিও সম্ভব ছিল আমার পক্ষে। বলা যায় অনেকটা ইচ্ছা করেই সনাতন ধর্মালম্বী বা হিন্দু সম্প্রদায়ের ওখান থেকে ক্রয় করা থেকে বিরত থেকেছি।
গত কিছুদিন আগে বাড়ীর জন্য কিছু কেনা কাটা শেষে ফিরছিলাম ওখান দিয়েই। ঘরনির ঘ্যান ঘ্যানে ঢুকতেই হল সেখানে ঘরনির আবদার বলে কথা। ক্রেতা হিসেবে পাওয়া গেল বিশাল বড় পাঞ্জাবি দাড়ি টুপিওয়ালা একজনকে তার কথা বার্তায় বোঝা গেল উনি ওখানকার নিয়মিত কাস্টমারই বটে।
কিনে যখন ফিরছিলাম তখন ঘরনিকে শতর্ক করলাম যে দেখ আজই এখানকার রসমালাই ফাস্ট এবং আজই কিন্তু লাস্ট। আমার যুক্তিগুলি সে জানে তাই সে বলল দাঁড়ি টুপিওয়ালা হুজুররেরা কিনছে সেখানে তোমার এত জ্বলে কেন?
হ্যাঁ, তার কথাই অবশ্যই যুক্তি আছে। আমার এত জ্বলে কেন? যেখানে কোন ধর্মীয় আলাপ হলে বা ধর্মীয় বিষয়ে কথা উঠলে আমার কথার বিন্দু মাত্র দাম থাকবে না সেখানে।
আমার কথা হল এই মিষ্টি বিক্রির টাকা দিয়েই সে আমার মুসলিম ভাইদের মৃত্যু ফাঁদ আটছে না তাদের তার গ্যারান্টি কি?
আমাদের সমাজেরই এই সকল দাঁড়িটুপি পাড়া মাওলানারাই কি আমাদের পরোক্ষ ভাবে ক্ষতি করছে না? যেখানে তাদের মত লোকদের উচিত আমাদের মত সাধরনের বিরত থাকবে বলা সেখানে উনারাই যাচ্ছেন এবং আমরা তাদের দেখে উৎসাহিত হচ্ছি এবং সেই মিষ্টি খেয়েই ফিলিস্তিনিদের পক্ষে মিকি কান্নায় মিছিল করে যাচ্ছি।
বেধর্মীদের সাথে ততক্ষণ না সম্পর্ক গড়া যাবে যদি না সেখানে জানমলের ক্ষতির সম্ভবনা না থাকে।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
খাবারটি প্রস্তুত কালে সে যে তার দেব দেবীর নামে উৎসর্গ করছে না বা আপনার ধর্ম নষ্ট হয় সে বিষেয় কোন কিছু করছে না তা কি আপনি জানেন?
তার থেকেও বড় কথা সে কিন্তু আপনার ধর্মের নয় এবং সে এই টাকায় আপনার ক্ষতির করন তো হতেই পারে।
আসলে আমরা মুসলমানেরা এমনই। খাবার সু-স্বাদ হলে সব ভুলে যায়
মন্তব্য করতে লগইন করুন