কিভাবে বউ নিয়ে কেনাকাটা সারবেন

লিখেছেন লিখেছেন চোরাবালি ১৬ জুলাই, ২০১৪, ০৮:৫০:২০ সকাল

ঈদের কেনাকাটা একটি অতিব গুরুত্বপূর্ণ সেই সাথে অতিব ঝামেলাজনক যদি থাকে সাথে Love Struck Love Struck Love Struck বউ। প্রায় সবাইকে দেখা যায় অতিব প্রয়োজনীয় বউদের নিয়ে ঝামেলায় পড়তে। এই দোকান না তো সেই দোকান সেই দোকান না তো এই দোকান ঘুরতে ঘুরতে মার্কেট ফুরোবে কিন্তু পছন্দ হবে না। মনে হয় তাদের মনের মাধুরি মিশিয়ে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানই পণ্য বানাতে পারে নাই। যার ফলে তাদের পছন্দের জিনিস মেলা ভার।

এই ঝামেলা থেকে হালকা স্বস্তি পেতে কিছু কৌশল অবলম্বন করলে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়।

# বিভিন্ন অজুহাতে দুপুরের পরে কেনাকাটা করতে বের হতে হবে যাতে হাতে সময় কম থাকে আর রোজায় দুর্বল শরীরে রেহাই পেতে পারেন কিছুটা। ইফতারের পর বের হবেন তো পুরাই ধরা।

# পছন্দ নিয়ে কোনরূপ কথা বার্তা বলবেন না, তাকেই পছন্দ করতে দিবেন এবং প্রশংসায় পঞ্চমুখ থাকবেন সর্বদা।

# আপনি যে তার সাথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হচ্ছেন বা বিরক্ত হচ্ছেন সেটা কখনও বুঝতে দিবেন না।

# সবচাইতে গুরুত্বপূর্ণ হল আপনি আগে থেকে মার্কেট ঘুরে নিবেন এবং কোন দোকান থেকে কোন জিনিস কিনবেন আগে থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিবেন।

# এবং মার্কেটে গিয়ে আপনার পছন্দনীয় দোকান ব্যতিরেকে সমস্ত দোকান ঘোরাবেন পছন্দ হলেও আরো ভালো পাওয়া যেতে পারে এই কথা বলে। তাতে আপনার সাথে মহানন্দে ঘুরবে। আপনাকে অপেক্ষা করতে হবে তার ক্লান্তি পর্যন্ত, ক্লান্তি ভাব দেখা দিলেই আপনি কাজ শুরু করবেন। নিজেদের পছন্দনীয় দোকানে গিয়ে এইটাতে তোমার এমন লাগবে সেরকম জিনিস ইত্যাদি বলে উৎসাহ দিয়ে দ্রুত ক্রয় শেষ করবেন।

# মনে রাখবেন বউয়েরটা রেখে কখনও নিজেরটা কিনবেন না। আর বউয়ের থেকে নিজেরটা যেন কখনই দামী না হয়। তাইলে কিন্তু খবর আছে।

# কেনাকাটা করতে বের হওয়ার সপ্তাহ আগে থেকে বিভিন্ন হাদিস কোরানের বয়ান দিয়েও কিছুটা নমনীয় করতে পারেন। রোজার ফজিলত, দারিদ্রের দিকে মনোনিবেশ ইত্যাদি বয়ান দিয়েও কিছুটা সুফল পাওয়া সম্ভব।

কিছুটা বাঁকা পথ আছে; ঘুরতে ঘুরতে যখন ক্লান্তি শেষ পর্যায়ে তখন জোরেসোরে একটা ধমক, দেখবেন মুখ গোমড়া করে হলেও ১ঘন্টায় কেনা কাটা শেষ।

বউ মুখ গোমড়া করলে কোন সমস্যা নাই একটু Love Struck Love Struck Love Struck Love Struck কথাবার্তা বললেই মুখে খই ফোটানো সম্ভব। তাই দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় ফিরেই লেগে যাবে খই ফোটানো কাজে।

বিশেষ সর্তকতা- নিজের প্লান কখনই ফাঁস করা যাবে না। এমনকি ঈদের পরও না। কারণ প্লান ফাঁস করলেই সারাজীবনের ধরা।

সতর্কতা- কোনরূপ দুর্ঘটনার জন্য চোরাবালি দায়ি নহে।

(পূর্ব প্রকাশিত)

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245135
১৬ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার রোমান্টিক পোষ্টের সাড়া নেই !! কারন যারা সাড়া দিবে সবাই বিশ্বমুসলিম উম্মাহর চিন্তার ব্যাস্ত !
যান একাই বাজার করেন !
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:০৫
190584
চোরাবালি লিখেছেন : সেটাই। অনেক ধন্যবাদ
245138
১৬ জুলাই ২০১৪ সকাল ১০:২০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ভাই আপনি কি এই চালাকিটিই সব সময় করে থাকেন?
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:০৮
190585
চোরাবালি লিখেছেন : গত কাল ধরা খেয়ে গেছি। একটা ইফতারির দাওয়াত ছিল। ভাললাম একটু দেরি করে ফিরলেই তার আর এনার্জি থাকবে না বের হওয়ার কিন্তু ঘরে ঢুকে বললাম তারাতারি বের হও।
উত্তর করল আর আর বের হবে না; মনে মনে ভাবলাম বাঁচা গেল। ফ্রেস হতে বাথরুমে ঢুকেছি আর ২মিনিট পরই দেখি তাড়া দিচ্ছে তারাতাড়ি বের হও। আমি তোমার চালাকি বুঝি যত চালাকিই কর না কেন আজ যত রাতই হউক বের হব।
245176
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:০৯
190586
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ
245181
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ভাই চরম উপকার করলেন। যদিও বিয়ে করিনি তবে ভবিষ্যতে কাজে তো লাগবে। Big Grin Thumbs Up Thumbs Up Big Hug Big Hug Kiss Kiss
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:০৯
190587
চোরাবালি লিখেছেন : সাবধান এখননি আলাপ করে রাখবেন না হবু বউয়ের সাথে তাইলেই ধরা
245186
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : ভাবি যদি ব্লগ পড়তে আসে তখন কিন্তু উল্টা ফাঁইসা যাবেন। Big Grin Big Grin Big Grin Big Grin
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:১১
190588
চোরাবালি লিখেছেন : এমাসে পিচ টিভি দেখলে বিশেষ ফজিলত তাই সময় পেলেই পিচ টিভি নিয়ে বসি ডিসকভারি বাদ দিয়ে তিনিও বসেন।
245197
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৯
আবু জারীর লিখেছেন : ধমকে যদি কিনেও ফেলে বাসায় এসে কিন্তু মাথা নষ্ট করা শুরু করবে। ফলে দ্বিতীয়বার মার্কেটে নিয়ে যেতে হবে। হীতে বিপরীত হওয়া থেকে বাচতে চাইলে চুপচাপ বৌর পিছু পিছু হাটা ছাড়া কোন বিকল্প আছে বলে মনে হয়না।
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:১১
190589
চোরাবালি লিখেছেন : পারশপতিক্রিয়া তো থাকবেই
245222
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবচাইতে ভাল হয়। অফিস থেকে বাসায় এসে বলা বোনাস এর টাকা সব হাইজ্যাক হয়ে গিয়েছে।
১৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৫
190499

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> আমি মেঘ হবো লিখেছেন : এটাতে আরো সমস্যা। তাহলে বউ বালিশ কাঁথা গুছিয়ে বাপের বাড়ির দিকে ছুটবে। বলবে তোমার মত পুরুষের সাথে ঘর করার দরকার নেই। Broken Heart Broken Heart
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:১৩
190590
চোরাবালি লিখেছেন : আমি মেঘ হব@ বড় কিছুর জন্য ছোট কিছু ছাড় দিতে হবে যদি টাকাটা সেইভ করা বড় হয় তা হলে যাক বাপের বাড়ী কদিন বেড়িয়ে আসুক মন ভাল হবে
245273
১৬ জুলাই ২০১৪ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : মার্কেটে গিয়ে কেনাকাটা করার ক্ষেত্রে মেয়েদের খুব উতসাহ থাকে , থাকে কোথাও বেড়াতে গেলেও ।

এসব ক্ষেত্রে মেয়েরা হাত খুলে খরচ করতে পছন্দ করে । কারণ .... টাকাটা নিজের না , তার স্বামীর বা বাবার ।

নিজের টাকায় হাত খুলে খরচ করতে যে কারও বুক কেঁপে উঠবে । নিজের রক্ত মাংশ পানি করা টাকা কেউ মুফতে উড়াতে চায় না ।

কিন্তু অন্যের টাকা পেলে কথাই নেই । তা যদি স্বামীর হয় তাহলে তো আছে ইচ্ছেমত খরচ করার লাইসেন্স , তাই না ?

খরচ করতে করতে মাসের হিসাব তলিয়ে যাক সেটা তো তার সমস্যা না ! এটা দেখবে তার স্বামী । কিভাবে সে তা ম্যানেজ করবে সেটা তার ব্যাপার ।

তাই মার্কেটে গিয়ে বাজার করা এবং দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে মেয়েদের উতসাহের শেষ থাকে না । উল্টো দিকে ছেলেরা মুখ বুঝে সব সয়ে নেয় ।

এখন , কোন মেয়েকে যদি বলা হয় - তুমি মার্কেটে যাও , যতক্ষণ খুশী বাজার কর কোন সমস্যা নেই , তবে তা হতে হবে তোমার নিজের টাকায় ।

মেয়েদের উতসাহ কি এতে আগের মতই থাকবে ?
১৭ জুলাই ২০১৪ সকাল ০৭:১৪
190591
চোরাবালি লিখেছেন : চরম সত্যি কথাগুলি বলেছেন। ধন্যবাদ
246137
২০ জুলাই ২০১৪ রাত ১২:২০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : হেলে বিয়াই করমুনা
২১ জুলাই ২০১৪ দুপুর ১২:০৭
191519
চোরাবালি লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File