সুন্দর মানুষদের রোগে ধরে না!

লিখেছেন লিখেছেন চোরাবালি ০২ জুলাই, ২০১৪, ০৭:৪০:১৯ সকাল

রোগেও দেহি সুন্দর চিনে----

সুন্দর চেহারার কদর বিপুল। নতুন এক গবেষণায় তাদের দাম আরেক দফা বাড়িয়ে দিয়েছে। তারা তুলনামূলক বেশি সুস্থ থাকে। যারা দৈহিকভাবে আকর্ষণীয় তাদের হাঁপানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কম। তাদের মতে, আকর্ষণীয়তা ভালো জিন তৈরি করে থাকে। তাছাড়া তারা খুব কম সময়ই কাজকর্ম থেকে বিরত থাকে। এ কারণেও তাদের শারীরিক ও মানসিক সমস্যায় কম আক্রান্ত হতে দেখা যায়। তাদের মধ্যে আশাবাদী থাকার প্রবণতাও ব্যাপকভাবে দেখা যায়।

মার্কিন গবেষকেরা ২৪ থেকে ৩৫ বছর বয়সী ১৫ হাজার নারী ও পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্য তাদের গবেষণা মার্কিন লোকজনের মধ্যেই সীমিত ছিল।

গবেষকেরা দেখেছেন, দৈহিকভাবে আকর্ষণীয় পুরুষদের কলেস্টেরলে আক্রান্ত হওয়ার হার ১৩ শতাংশ কম, উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কম, বিষন্নতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৩ শতাংশ কম থাকে।

আর আকর্ষণীয় নারীদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২১ শতাংশ কম, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২২ শতাংশ কম, হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১২ শতাংশ কম, বিষন্নতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৭ শতাংশ কম থাকে।

উল্লেখ্য, ২০১২ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছিল, যেসব শিশু কম আকর্ষণীয় তাদের অসুস্থ হওয়ার আশঙ্কা বেশি থাকে।

সূত্র : ডেইলি মেইল/নয়াদিগন্ত থেকে কপি পেষ্ট

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240818
০২ জুলাই ২০১৪ সকাল ০৯:১৭
দ্য স্লেভ লিখেছেন : হুমম বুঝলুম Happy
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:১৪
186939
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ; তারাতারি রূপের চর্চায়ও কিছুটা সময় দেন
240830
০২ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৪
egypt12 লিখেছেন : তার মানে সৌন্দর্যকে রোগ-বালাইও কদর করে Surprised
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:১৪
186942
চোরাবালি লিখেছেন : গবেষণা তো তাই বলে
240858
০২ জুলাই ২০১৪ দুপুর ১২:০২
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, বুঝলাম কেন আপনার রোগ বালাই কম হয়। আপনি ব্যাপক সুন্দর মানুষ। ফেসবুকে ছবিতেও তাই মনে হলো।
Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
০২ জুলাই ২০১৪ দুপুর ০২:১৫
186943
চোরাবালি লিখেছেন : Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File