যত খুশি নর্তকী নাচাও ধর্মের কথা যাবে না বলা

লিখেছেন লিখেছেন চোরাবালি ১৯ জুন, ২০১৪, ০৮:২১:৪৯ সকাল



সকালে এসেই খবরের পাতাটি খুলে প্রথমেই যে নিউজটি চোখে পড়ল তা হল " ড. বিলাল ফিলিপসকে অনুষ্টান করতে না দিয়েই ফেরত পাঠালো । কোন ধর্মীয় অনুভূতি সম্পন্ন ব্যক্তির পক্ষের খবরটি সহজ ভাবে নেয়া সম্ভব হবে না যেমনটি আমার পক্ষেও হল না।

বাংলাদেশে কিছুদিন পরপরই দেখা যায় চমকপ্রদ অনুষ্ঠান যেখানে থাকে ভারতীয় উচু দরের পতিতা যাদেরকে আমরা বলি স্টার। এদেশে বিখ্যাত আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে আনাচে কানাচে যেখানে যে রকম সুযোগ পাওয়া যায় তাদেরকে নিয়ে এসে মাস্তি আর ফুর্তিতে মেতে ওঠেন উচ্চ দরের আজাদ মসজিদে জুম্মা নামাজি মুসলমানেরা। তারা আবার নিজেদের মুসলিম বলেও গর্ববোধ করে এবং কখন কখন নামাজ পড়ে সেটি নিয়েও মিডিয়ার সামনে লম্বা ফিরিস্তি করতে দেখি আমরা।

আবার শাহরুখ খানের কাটা লাগা- বিখ্যাত পতিতা দেখার জন্য এদেশের মন্ত্রীদের পর্যন্ত দেখা গেছে চটের উর বসে পরতে; যেমনটি হত যাত্রা পালা দেখার ক্ষেত্রে।

আবার তাদের ছত্র ছায়ায় বা আর্শিবাদে চলে ঢাকার বিভিন্ন নামকরা গেষ্ট হাউজ নামের পতিতালয়ে আর সিসাবারদের মত বারে চলে নৃত্যের নামে যৌন প্রতিযোগিতা। অবাক হওয়ার কিছু থাকবে না যদি এদেশে বিগ অর্গির মত অনুষ্ঠানের আয়োজনও করে থাকে এদেশের আয়োজকেরা।

অন্যদিকে বিগত ২০০৯সাল থেকে এদেশে ইসলামি অনুষ্ঠান; ইসলামিক সভা সমাবেশ; বা ইসলামিক ছোট্ট আলোচনা সভাও করতে দিচ্ছে না শাসক গোষ্ঠী। যদিও একটি সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে অনুষ্ঠান করার চেষ্ঠা করেছে তারা হয়েছে জঙ্গী সংগঠনের সদস্য বলে গ্রেফতার।

তাই এদেশে আজ যত খুশি নর্তকী নাচাও করবে না কেও নিষেধ দিবে না কেও বাধা। থাকবে পুলিশ পটেকশন; পাবে তুমি নিরাপত্তা।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236425
১৯ জুন ২০১৪ সকাল ০৮:৩৯
রঙের মানুষ লিখেছেন : ধর্মের কথা এখন আর চলছে না। কেমন আছেন?
১৯ জুন ২০১৪ সকাল ০৯:১০
182992
চোরাবালি লিখেছেন : অনেক দিন পর আপনার দেখা। অন্য কি আইডিতে লিখেন?
১৯ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
183002
রঙের মানুষ লিখেছেন : অন্য কোন আইডি নাই। এখন থেকে আবার নিয়মিত হব আশা করছি।
236430
১৯ জুন ২০১৪ সকাল ০৮:৫৪
আল সাঈদ লিখেছেন : দাদাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। মানুষের বোঝার দরকার আছে "বাল" কি জিনিষ।
১৯ জুন ২০১৪ সকাল ০৯:১০
182993
চোরাবালি লিখেছেন : আমি চাই দ্রুত অধপতন হউক; কারণ যত দ্রুত আমাদের অধপতন হবে তত দ্রুত আমরা ফিরতে পারব আবার
236434
১৯ জুন ২০১৪ সকাল ০৯:৪৮
চোথাবাজ লিখেছেন : উনি জামাতী সন্ত্রাসী করতে চাইছিল তাই দেয়া হয়নি
১৯ জুন ২০১৪ সকাল ১০:০৯
183005
চোরাবালি লিখেছেন : হয়তোবা তাই
১৯ জুন ২০১৪ সকাল ১১:০২
183025
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মামু! গাঞ্জার পরিমান কি একটু বেশী হইছে? জামাতী ভুত প্রেত কি শেষ পর্যন্ত ফিলিপসের বিত্রেও আবিস্কার কইরা ফেলাইলেন?
236436
১৯ জুন ২০১৪ সকাল ০৯:৫৬
নেহায়েৎ লিখেছেন : পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মুসলিমরা আমার ভাই আমার বোন। খুব দেখার ইচ্ছা ছিল বিলাল ফিলিপসকে। অনেক চেষ্টা করে একটা টিকিটও সংগ্রহ করেছিলাম। কিন্তু দেখা হল না। আল্লাহ ভাল জানেন সবকিছু। তিনি সর্বদ্রষ্টা।
১৯ জুন ২০১৪ সকাল ১০:০৯
183006
চোরাবালি লিখেছেন : উনি যদি ৫/৬জন অর্ধউলঙ্গ নারী নিয়ে আসতেন দেখতেন কতবড় বড় কর্মকর্তা গিয়ে তাকে রিসিভ করত; প্রটকল থাকত; থাকত প্রশান
236439
১৯ জুন ২০১৪ সকাল ১০:২০
ইসলামিক বই লিখেছেন :
উনি যদি ৫/৬জন অর্ধউলঙ্গ নারী নিয়ে আসতেন দেখতেন কতবড় বড় কর্মকর্তা গিয়ে তাকে রিসিভ করত; প্রটকল থাকত; থাকত প্রশান


হককথা।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৯
183101
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
236440
১৯ জুন ২০১৪ সকাল ১০:২৬
ইমরান ভাই লিখেছেন : একদম ঠিক বলেছেন। এই দেশটা এখন পীর পুজারী মাজার পুজারীর কোরআন ও সুন্না বিরোধিদের আখড়ায় পরিনত হয়েছে।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৩০
183102
চোরাবালি লিখেছেন : সুন্না বিরোধিদের আখড়ায় পরিনত হয়েছে।Good Luck Good Luck
236442
১৯ জুন ২০১৪ সকাল ১০:৩৬
প্রেসিডেন্ট লিখেছেন : বড় আশা করে একটা টিকেট কেটেছিলুম! এ দেশে মুসলমানরা কি আজ সংখ্যালঘু হয়ে গেছে?
১৯ জুন ২০১৪ সকাল ১১:০২
183026
নেহায়েৎ লিখেছেন : মুসলমানরা সংখ্যায় পঙ্গপালের মতো! কিন্তু ঈমান আমাল আর বিভক্তির কারণে তাদের সংখ্যালঘুর মতোই থাকতে হচ্ছে।
১৯ জুন ২০১৪ সকাল ১১:০৩
183027
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই তো অনেক চেষ্টা কইরছিলুম। মাগার টাকিক একডাও পেলুম না।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৩১
183103
চোরাবালি লিখেছেন : আল্লাহ অবশ্যই বিচার করবেন এসবের এবং অত্যন্ত কঠোর ভাবে
236445
১৯ জুন ২০১৪ সকাল ১০:৪৪
লাঠীপেটা লিখেছেন : এই খবরটা শুনে সব চেয়ে বেশী খুশী হবে কাকরাইল মসজিদের মুসুল্লী এবং মুরুব্বীরা
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
183105
চোরাবালি লিখেছেন : আল্লাহ অবশ্যই সঠিক বিচারক।
236450
১৯ জুন ২০১৪ সকাল ১১:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ড. বেলাল ফিলিপসের ভাগ্য অনেক ভাল বলতে হবে যে, সে মুসলমানদের মন মানসিকতার সাথে পরিচয় হওয়ার আগে ইসলামের সাথেই পরিচয় হয়েছিলেন। তা না হলে আজকে যাদের হাতে নাজেহাল হয়ে বাংলাদেশ থেকে ফেরত যেতে বাধ্য হলেন তারাই তাকে বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবি বলে সার্টিফিকেট দিতো তখন।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৩৪
183106
চোরাবালি লিখেছেন : কথা সেটাই
১০
236456
১৯ জুন ২০১৪ সকাল ১১:২০
দ্য স্লেভ লিখেছেন : এ সিদ্ধান্তটি অবশ্যই এই সরকারের নয়। এরকম সিদ্ধান্ত নিলে ৯০% মুসলিমের দেশে জনপ্রিয়তা তলানিতে নেমে যায় এটা যে কেউ বুঝবে। আমার দৃঢ় বিশ্বাস সরকারকে ভারত মাইনকা চিপায় ফেলে যা তা করছে। ভাল হোক আর মন্দ হোক সরকার আর নিজের ভেতর নেই। একটা গানের কলি মনে পড়ছে....শিল্পীর নাম পথিক নবী...যদিও গানটা শুনলে মাথায় রক্ত উঠে যেত,মনে হত কানের নীচে....

গানটা হল আমার আমি নাইরে..আমার আমি নাই
আমি যেন সিগারেটের শুন্য প্যাকেট রে
কারা যেন খেয়ে দেয়ে ফেলে রেখেছে...
১৯ জুন ২০১৪ দুপুর ১২:১৯
183037
হতভাগা লিখেছেন : মোদিকে তুষ্ট করার চেষ্টা
১৯ জুন ২০১৪ দুপুর ০১:৫২
183077
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : আপনি সঠিক বলেছেন,উনারা ওপারের চাকর,ওপারের হুকু্মে সব হছছে।মুছলিম জনগনের মানসিকতা ভেলুলেস।হিন্দুরাই সব উনাদের জন্য করছে।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৮
183100
চোরাবালি লিখেছেন : আমি নাইরে..আমার আমি নাই
আমি যেন সিগারেটের শুন্য প্যাকেট রে
কারা যেন খেয়ে দেয়ে ফেলে রেখেছে...Good Luck Good Luck Good Luck
১১
236466
১৯ জুন ২০১৪ সকাল ১১:৩৮
ইবনে হাসেম লিখেছেন : অকল্পনীয় এবং ব্যাথাতুর ঘটনা। আল্লাহ জালিমদের হয় ধ্বংস করুন না হয় হেদায়াত দিন।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৮
183098
চোরাবালি লিখেছেন : আল্লাহ ততক্ষন না কোন জাতির ভাগ্য পরিবর্তন করে যতক্ষণ না তারা নিজেরা চেষ্টা করে
১২
236471
১৯ জুন ২০১৪ সকাল ১১:৫০
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : হায়রে ভারতীয় পতীতারা এসে পোগ্রাম করে যায়, অথচ ড. বিলালকে ফেরত পাঠায় সরকার!
কোন দেশে আছি?
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৭
183097
চোরাবালি লিখেছেন : পতিতা উন্নয়ন দেশে
১৩
236474
১৯ জুন ২০১৪ দুপুর ১২:০৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : আশা হত হলাম।
আমাদের(মুসলমানদের) বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে এমন অপকর্মসমূহ করে চলেছে সরকার।
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৭
183096
চোরাবালি লিখেছেন : এটাই এখন বাংলাদেশের বাস্তবতা প্রতিনি স্তরে
১৪
236479
১৯ জুন ২০১৪ দুপুর ১২:২০
হতভাগা লিখেছেন :


এই ছবিটা অনেক কিছুই বলে দেবে ।
১৯ জুন ২০১৪ দুপুর ১২:২২
183038
চোরাবালি লিখেছেন : হ্যাঁ এই ছবিই অনেক কিছু বলে দেয়
১৯ জুন ২০১৪ দুপুর ১২:৩২
183048
পারভেজ লিখেছেন : এমনটাই তো হচ্ছে। এসব অসুষ্ঠানে আমি দেখেছি মুসলিমরাই বেশি যায়।
১৫
236483
১৯ জুন ২০১৪ দুপুর ১২:৫৫
আব্দুল গাফফার লিখেছেন : হাসিনা সফল হয়েছেন , ভাদারা অনেক খুশি।বাল কি জিনিস আর কত বুঝবেন ? Time Out
১৯ জুন ২০১৪ দুপুর ০২:২৭
183095
চোরাবালি লিখেছেন : চাই দ্রুত পতন হউক সমাজ ব্যবস্থার; আর পতন হলেই আমরা ঘুরে দারাতে পারবো
১৬
236520
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বলার কিছু নাই।

এই সরকার তার সরুপ আবার প্রকা করল। তারপরেও যারা আওয়ামি লিগ কে সমর্থন করবে তারা মুসলিম কিনা সেটাই প্রশ্ন।
১৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৯
183128
চোরাবালি লিখেছেন : মুসলিমের যে বৈশিষ্ঠগুলি থাকা দরকার সেটি না থাকলে তো মুসলিম থাকার কথা নয়
১৭
236650
২০ জুন ২০১৪ রাত ১২:৩১
চিরবিদ্রোহী লিখেছেন : আরে বাই দরকার কি! আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সকালে কুরআন তিলাওয়াত করেন,রাত্রে তাহাজ্জুদ পড়েন, তিনি একাই তো সকলের ইবাদত করে দিচ্ছেন, তারপরও কি দরকার এসবের! এতবড় একজন মুজাদ্দিদ বর্তমান থাকতে অন্য কারো আবার ধর্ম প্রচার, এত বড় সাহস হয় ক্যামনে!
হ্যা, মাননীয় প্রধানমন্ত্রীকে গান গাইতে দেখা যায় নি, তাই মমতাজদের দরকার আছে। প্রধানমন্ত্রীকে কখনো জোরজবরদস্তি জামা পরে ঢিংচাক ঢিংচাক করতে দেখা যায়নি, তাই ভারতীয় মালের দরকার আছে। কি, বুঝবার পারছেন?
২১ জুন ২০১৪ সকাল ০৮:১২
183626
চোরাবালি লিখেছেন : জ্বি স্যার বিষয় পরিষ্কার এখন
১৮
237364
২২ জুন ২০১৪ রাত ০১:০৩
আফরা লিখেছেন : শয়তান কি ভাল কাজস সহ্য করতে পারে..।
২২ জুন ২০১৪ সকাল ০৮:১৩
183948
চোরাবালি লিখেছেন : অবশ্যই না।
১৯
238419
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা যে নামে মুসলমান।
২৫ জুন ২০১৪ সকাল ০৯:১৯
185092
চোরাবালি লিখেছেন : জুম্মা মুসলমান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File