ভিআইপি কবলে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন চোরাবালি ০২ জুন, ২০১৪, ০১:৪১:১৬ দুপুর

১# উত্তরাতে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। হুস হুস করে বাস চলে যায় কিন্তু কেও থামে না। কর্তব্যরত পুলিশ অফিসার কোন বাসকেও থামতে দিচ্ছে না। কয়েকশত লোক দাঁড়িয়ে আমার মত অপেক্ষা করছে বাসের জন্য। শেষ বিরক্ত হয়ে জিঙ্গেস করলাম পুশিলাম অফিসারকে ভাই সমস্যাটা কি? বাস তো খালিই যায় থামে না কেন?

মুচকি হেসে লেগে গেল কাজে ইশারায় দেখালো তাদের স্যারকে। এবার আরো একজন জুটল দু'জন সঙ্গে নিয়ে গেলাম বড় স্যারের কাছে। উনি বলল প্রতিমন্ত্রী মহোদয় যাবে এই রাস্তায়। আর কোন কথা তিনি বললেন না। প্রায় ৩৫মিনিট পর হুস হুস করে দ্রুত বেগে ছুঠে গেল কয়েকটি গাড়ি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্থ তৃষ্ণার্থ মানুষ ঝাড়িয়ে পড়ল সদ্য রাস্তায় দাঁড়ানো চোট্ট একটি ৪নাম্বার গাড়িতে ওঠার জন্য।

২# গাড়ী চলতে চলতে হঠাৎই থেমে গেল বনানী রেলক্রসিং এ এসে। থামা মানে একেবারে স্টার্ট বন্ধ। উসখুস জনতা উকি ঝুকি দিচ্ছে কি হল দেখার জন্য। উরা-ধুরা বিভিন্ন কথায় কেওবা দেশের রাস্তা ঘটের; কেওবা যানবাহনের আবার কেও বা পলিটিসিয়ানদের গুষ্ঠি উদ্ধার করে চলল। এভাবে পার হয়ে গেল প্রায় মিনিট ৫৫। অবশেষে ফোন আসল অফিসের নাম্বার থেকে; সরাসরি বলল বনানী রাস্তায় না যাবার জন্য আজ বিশেষ ব্যক্তির মৃত্য বার্ষিকী তাই বিশেষ ব্যাক্তি আসবেন কবর জিয়ারত করতে। কিন্তু আমি তো ততক্ষনে ফেসে গেছি চিপাতে। যা হউক অবশেষ গাড়ী চলতে শুরু করল কবর জিয়ারত শেষে ঘন্টা দেড়েক পরে।

৩# দৌলতদিয়া ফেরিঘাট। জ্যাম প্রায় কিলো দুয়েক। কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ফেরি বন্ধ ছিল ঘন্টা দুয়েক। এসি গাড়িগুলি আমাদের সিরিয়ার ব্রেক করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কাউকে তোয়াক্তা না করে। নিয়মনীতি উপেক্ষার এই দেশে সেদিকে নজর না দিয়ে তেলে ভাজা আলুর চপ আর পিয়াজু নামের ডালভাজি খেতে থাকলাম। প্রায় ঘন্টা দুয়েক পার হয়ে গেছে দাঁড়িয়ে, আগুতে পেরেছি প্রায় ১কিলো। উপায় না দেখে সামনে গেলাম নামব বলে। চা পান শেষে যখন ফিরলাম ড্রাইভার একজন সাবেক মালিক হিসেবে বলল বস আপনি কি একা নাকি? বললাম হ্যাঁ, বলল বস তা হলে এই খানে বসেন আমাদের পিছনের গাড়িটা ভিআইপি হবে।

কারণ জিঙ্গেস করলাম; ভিআইপি মানে? বলল স্যার চেয়াম্যান সাব আছে তো তাই ঐ গাড়িটা আগে পার হবে। ছেড়েছে তো আমদের ৪৫মিনিট পড়ে তা হলে আগে কেন? বলল ছ্যার ভিআইপিদের জন্য সবসময়ই ব্যবস্থা থাকে। দেখছেন না এসিগাড়িগুলি কিভাবে চলে যাচ্ছে। পরে বিস্তর খোজ নিয়ে জানলাম উপজেলা চেয়াম্যান আছেন তাই সেটি ভিআইপি ভাবে পার হবে সিরিয়াল ভঙ্গ করে।

বললাম ভাই আমার ব্যাগ আছে বড় আর হাজার হাজার যাত্রীর সমমানের আমি; ভিআইপি হয়ে পার হওয়ার দরকার নাই আমার।

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229496
০২ জুন ২০১৪ দুপুর ০২:০০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কিচ্ছু করার নেই ,সহ্য করতে হবে। Surprised Surprised Surprised
০২ জুন ২০১৪ দুপুর ০২:০৯
176188
চোরাবালি লিখেছেন : টানা ৪ঘন্টা সহ্য করলাম কদিন আগেই।
229500
০২ জুন ২০১৪ দুপুর ০২:০৩
হতভাগা লিখেছেন :
০২ জুন ২০১৪ দুপুর ০২:০৯
176190
চোরাবালি লিখেছেন : ফটোসেশনের জন্য না তো আবার Tongue Tongue Tongue
০২ জুন ২০১৪ দুপুর ০২:৪৮
176218
হতভাগা লিখেছেন :
০২ জুন ২০১৪ দুপুর ০২:৫০
176219
চোরাবালি লিখেছেন : দেশীয় অবস্থা দেখতে দখেতে এখন বিশ্বাস করতে কষ্ট হয়
229510
০২ জুন ২০১৪ দুপুর ০২:১১
প্রেসিডেন্ট লিখেছেন : এ তথাকথিত ভিআইপিরা যতই দাপট দেখাকনা কেন বাস্তবে বড়ই ভীরু। সিকিউরিটি ছাড়া এরা চলার সাহস পায়না। মানুষ কায়দা মতো পেলে এদের পিটিয়েই হয়তো মেরে ফেলবে।
০২ জুন ২০১৪ দুপুর ০২:১৩
176195
চোরাবালি লিখেছেন : ভিআইপি বলেই তো সিকিউরিটি। সাধারণ মানুষকে যে যত বেশী কষ্ট দিতে পারে সে ততবড় ভিআইপি
229518
০২ জুন ২০১৪ দুপুর ০২:১৬
নোমান২৯ লিখেছেন :






ভিআইপি না ঝোঁক ঝোঁক এগুলা ।
রক্ত চুষে খাচ্ছে সাধারণ মানুষের ।
০২ জুন ২০১৪ দুপুর ০২:২১
176200
চোরাবালি লিখেছেন : শত মানুষের পেটের উপর দাঁড়িয়ে ওরা করে তামশার কবর জিয়ারত
229525
০২ জুন ২০১৪ দুপুর ০২:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংলাদেশ কবে এসব ভিআইপি নামের চোর-ডাকাত টাউট-বাটপারদের কবল থেকে মুক্ত হবে?
০২ জুন ২০১৪ দুপুর ০২:৩৬
176213
চোরাবালি লিখেছেন : এ থেকে মুক্তি নাই আমাদের সহজে
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
176379
আহ জীবন লিখেছেন : কেমনে মুক্ত হমু কন তাগরে যে আমরাই লালন করি।
229529
০২ জুন ২০১৪ দুপুর ০২:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ জুন ২০১৪ দুপুর ০২:৩৬
176215
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
229546
০২ জুন ২০১৪ দুপুর ০২:৫৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : দৈনন্দিনের দারুন অভিজ্ঞতা!!
০২ জুন ২০১৪ দুপুর ০৩:০৯
176223
চোরাবালি লিখেছেন : শুধু অভিজ্ঞতা নয়; ভিআইপি অভিজ্ঞতা
229554
০২ জুন ২০১৪ দুপুর ০৩:০৫
আহমদ মুসা লিখেছেন : আমাদের দেশটা আজ ভিআইপি নামের কিছু জঙ্গলী জন্তু জানোয়ারের খপ্পরে পড়েছে। এসব শয়তানগুলো যতদিন পর্যন্ত দমন করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত এ দেশের মানুষদের এরা শোষণ নির্যানত করেই যাবে।
০২ জুন ২০১৪ দুপুর ০৩:১০
176224
চোরাবালি লিখেছেন : আর এই দমন করতে পারি আমরাই অন্যরা না কখনই।
229592
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৩
সন্ধাতারা লিখেছেন : It is an interesting post so far.
০২ জুন ২০১৪ বিকাল ০৫:০৬
176322
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১০
229637
০২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাবছি এবার নির্বাচনে দাড়ামু.....।
০২ জুন ২০১৪ বিকাল ০৫:০৭
176324
চোরাবালি লিখেছেন : একবার এমপি বা কাউন্সিলরও সিলও যদি লাগাতে পারেন থানার ম্যানেজার অসি পর্যন্ত আপনার গমনে অফিসে ফ্যান লাগাবে
১১
229682
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ভিয়াপি দের আসলে বড় ভয় আজরাইলকে!
তারা মনে করে মানুষকে এভাবে কষ্টদিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে এমনভাবে যে আজরাইল ও কাছে ভিড়বে না।
চট্টগ্রামের পুলিশ কমিশনার লালদিঘি থেকে যখন তার নাসিরাবাদের বাসায় জান তখনও এভাবে রাস্তা বন্ধ করে রাখা হয়।
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
176372
চোরাবালি লিখেছেন : সেই ভিআইপি হয়ে লাভ কি যে ভিআইপি একা চলতে নিশ্চয়তা পায় না।
১২
229714
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
আহ জীবন লিখেছেন : "ফাঁকা কলসি বাজে বেশি ভরা কলসি বাজেনা,
রুপ নাই যার সাজন বেশি রুপের মাইয়া সাজেনা।" - ইত্যাদি।
০৩ জুন ২০১৪ সকাল ০৮:০৩
176540
চোরাবালি লিখেছেন : রিন্তনসত্য প্রবাদ। এখন ফাঁটা কলসির মত ঢ্যাপ ড্যাপ করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File