টেস্টটিউব বেবী বাবা ডাকে কিন্তু সে ডাকে পিতৃত্বের স্বাদ থাকে কি?

লিখেছেন লিখেছেন চোরাবালি ১১ মার্চ, ২০১৪, ০৩:২১:৩৯ দুপুর

সময়ের অভাবে আইডিই ভুলে গিয়েছিলাম প্রায়। হঠাৎই মনে হল, ব্লগ দেখাটাও যদি কাজের একটা সিডিউলে সামান্যতম সময় রাখা যায় মন্দ হয় না তাতে।

গত ৫ই জানুয়ারীর নির্বাচনের পর থেকেই বিজয়ী বিভিন্ন নেতাদের বিভিন্ন কথাবাতায় আমার মত অনেকেই বেশ মজালুটছেন।

পত্রিক্রান্তে বিভন্ন সময়ের মধ্যে যে বিষয়টি আমার কাছে বেশ মজাদায় কথা ছিল তার মধে একটি হল - বিএনপি যদি সরকারের বৈধতা দেয় তা হলেই তাদের সাথে আলোচনা। --- বাহ বেশ কিদারুন কথা; না হেসে উপায় কি বলুন। কর্ম চঞ্চল কামলা মনেও উকি দিয়ে যায় এক ঝাক হাসি। আচ্ছা বিএনপি কি বৈধতা দিলেই আপনি বৈধ হয়ে গেলেন? যেখানে আপনি জনপ্রতিনিধি ৫% জনগনও আপনাকে ভোট দেয় নাই। নিযেকে যখন জন প্রতিনিধি হিসেবে দাবি করেন তখন কি আপনি আত্মতৃপ্তিত!!!!

!

!

!

!

!

আপনি হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারেন কিন্তু সাধারণে কি সে ঢেকুর সাধারনে কি মুখ টিপে হাসে না। যদিও সে হাসির মর্মাথ নিয়ে আপনাদের কোন মতানুমত নেই।

এটা কি সন্তান উৎপাদনে অক্ষম কোন পিতার টেস্টটিউবে প্রাপ্ত বাচ্চার মুখের বাবা ডাকে খুশিতে আত্মহারা হয়ে ওঠা আর ৫ই জানুয়ারীর ভোটে বিজয়ী হয়ে নিজেদের জনপ্রতিনিধি বলাটা একই নয়!!!

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190519
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৫
ইকুইকবাল লিখেছেন : কোন মন্তব্য করলামনা
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৫
142011
চোরাবালি লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
190543
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
শিশির ভেজা ভোর লিখেছেন : আরে ভাই নাই মামার চেয়ে কি কানা মামা ভালো নয়?
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৫
142012
চোরাবালি লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
190553
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
গৃহস্থের কইন্যা লিখেছেন : টেষ্টটিউব বেবি পিতার অক্ষমতার কারনে নয়, বরংচ জরায়ুতে সন্তান ধারন অক্ষম মাতার কারনেই নিতে হয়.............।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৪
142009
চোরাবালি লিখেছেন : নিকটাতো দারুন। যা হউক মাথা আছে আপনার আকর্ষিত নিক নামের
১২ মার্চ ২০১৪ রাত ১১:৪৭
142338
ইকুইকবাল লিখেছেন : কন্যা মানুষ এত্ত কিচ্ছু জানে? ভাবতেই অবাক লাগে
190579
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৯
আবু আশফাক লিখেছেন : ভালো লিখেছেন। ভালো লাগলো, ধন্যবাদ।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৫
142014
চোরাবালি লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking
190746
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৩৪
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৫
142015
চোরাবালি লিখেছেন : Love Struck Love Struck Love Struck
190772
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৩
বশর সিদ্দিকী লিখেছেন : জারজ পিতার জারজ উত্তরসুরি গন।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৬
142016
চোরাবালি লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised
191024
১২ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
প্রেসিডেন্ট লিখেছেন : আপনি আছেন তাহলে? অনেকদিন কোনো খবর ছিলনা? ব্যস্ততা যাচ্ছে বেশ?
১৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৫২
143294
চোরাবালি লিখেছেন : এত বেশী ব্যস্ত যে সময়ই বের করতে পারি না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File