একটি আড্ডা হলে কেমন হয়

লিখেছেন লিখেছেন চোরাবালি ০৭ জানুয়ারি, ২০১৪, ০৩:১০:৪৪ দুপুর

আড্ডার বিষয় স্ব এলাকার ভোটের চিত্র!!!!!!!!!!!

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159955
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : আমি গ্রামে ভোটার। কিন্তু এবার ভোটাধিকার ছিলনা আমার। সেখানে লোডা কামাল নামে এক কুখ্যাত শেয়ারচোর ও দূর্নীতিবাজ খালি মাঠে গোল দিয়ে পাবলিকরে দাঁত ভেটকি দিচ্ছে।

আবার ঢাকায় বাস যেখানে সেখানেও খালি মাঠে গোল দিছে আরেক দূর্নীতিবাজ।
পাশের আসন ঢাকা-১৮ এর একটি কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ৫৫ ভোট পড়েছিল। এরপর ওসির নেতৃত্বে একপাল সন্ত্রাসী এসে কেন্দ্র দখল করে ইচ্ছেমত সিল মেরেছিল।
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৪
114402
চোরাবালি লিখেছেন : আমি ছিলাম আপনার এলাকার আশে পাশেই। ১৫টি কেন্দ্র ঘুরে শুদু একটি কেন্দ্রে ১০/১৫জন হিন্দু মহিলা ছাড়া প্রকৃত ভোটারের দেখা মেলে নাই।
159956
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
প্রেসিডেন্ট লিখেছেন : এবারের ভোটাররা।


159957
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৬
প্রেসিডেন্ট লিখেছেন : ভোটারদের তাড়িয়ে দিচ্ছে নির্বাচনী কর্মকর্তারা। হাহাহা।


০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
114403
চোরাবালি লিখেছেন : দারুন একশন ধর্মী নির্বাচন মুভি
159960
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
গেরিলা লিখেছেন : স্বাগতম
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
114404
চোরাবালি লিখেছেন : স্বাগমত আপনাকেও
159987
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
সিটিজি৪বিডি লিখেছেন : দেশের প্রায় ১ কোটিরও বেশী মানুষ প্রবাসে থাকে। কিন্তু কোন সরকার এই প্রবাসীদেরকে ভোট দানের ব্যবস্থা করে নাই। তবে পত্রিকার মাধ্যমে যা জানতে পেরেছে কিছু ছাগল-কুত্তা-গরু-রাজহাস ভোট কেন্দ্রে দৌড়াদোড়ি করেছিল।
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
114432
চোরাবালি লিখেছেন : আমরা যারা ভোট কেন্দ্রে গেছি তাদেরও কিন্তু কিছু লজ্জা শরম আছে; Crying Crying Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File