সাংবাদিক পিটিয়ে কি খুব খারাপ কাজ করেছন রনি সাহেব???
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৩ জুলাই, ২০১৩, ১০:০৮:১৫ সকাল
সাংসদ রনির সাংবাদিক পেটানো নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে মিডিয়া পাড়ায়। কিন্তু সবাই একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন দেখি কাজটি খুব খারাপ নাকি?
গতকাল একটি নিউজ দেখলাম প্রথম আলোতে- গোলাম আজমের মুক্তি শিরোনামে। একজন লোককে যতভাবে অপমান করা যায় সেখানে করা হয়েছে সংবাদে।
কিছু দিন আগে বুয়েটের এক ছাত্র মারা যায় চিকিৎসাধীন অবস্থায়। প্রথম আলো সংবাদ শিরোনাম করল সন্দেহভাজন হেফাজত কর্মীর হামলায় --------- নিহত। খবরে জানা গেল মৃত ছাত্র মহাশয় আহত হন প্রায় দু'মাস আছে অজ্ঞাতদের হাতে। তার কিছু দিন পূর্বে তিন মসজিদের ঈমাম সহ অনেক কেই মেরে আহত করেন। তারই সূত্র ধরে হয়তো তাকে কেও জখম করেছিল।
এক মহিলা সাংবাদিক কে পেটানো নিয়ে কনফারেন্স টক শো শুনছিলাম টিভিতে। হেফাজতের নেতা সাহেব যখনই বলল যে তাদের কর্মীরা সাংবাদিককে পেটান নাই তার আগেই উচ্চস্বরে বলে উঠল উপস্থাপিকা তা হলে কি জামাত শিবির করেছে?
এ রকম হাজারও বিভ্রান্তকর নিউজ আমরা প্রতিনিয়তই দেখতে পাই। তো সমগ্র জাতি তথা বিশ্বকে যারা বিভ্রান্ত করে আছে মিথ্যা সংবাদ পরিবেশন করে তাদের পেটানো কি খুবই অন্যায় কাজ?
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন