হঠাৎ কোরানের প্রতি সব চ্যানেলগুলির এত দরদ উথলে উঠল যে?????
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৭ মে, ২০১৩, ০৯:৫৪:২৩ সকাল
গতকার নিউজি দেখলিছলাম এটিএন নিউজে। তাংফাং কিছু ছবি দেখিয়ে ভারাক্রান্ত কণ্ঠে শুরু করল কোরান পোড়ানোর বর্ণনা। পবিত্র কোরানও রক্ষা পেল না হেফাজতের বর্বরতা থেকে------------------------------ - ---------------------------- ------------------------ --------------------- ---------------------------- ----------------------- ---------------------- ইত্যাদি ইত্যাদি।
বেশ ভাল লাগল নিউজটি দেখে। শেষ পর্যন্ত এটিএনও তা হলে কোরান নিয়ে ব্যাথিত। সংবাদটা শেয়ার করলাম বন্ধুর সাথে। বন্ধু নাস্তিক টাইপের হলেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যার মাধ্যমে কোরান আসল সেই মহান ব্যক্তি হযরত মুহাম্মদ (সঃ) তাকে নিয়ে তিরষ্কার কটাক্খ যারা করল তাদের নিয়ে আমি কোন নিউজ দেখেছি কিনা জানতে চাইল। উত্তর বললাম না!!! বলল যা বোঝার বুঝে নাও, এটাও তাদের একটা কটাক্খের মাধ্যম বলে লাইন কেটে দিল----
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন