বাংলালি টাকি মাছ ধরা

লিখেছেন লিখেছেন চোরাবালি ১৭ এপ্রিল, ২০১৩, ১০:৪৭:৩১ সকাল

যে লেখার প্রসঙ্গে এই লেখা

একজন পানির মধ্যে থেকে একটি টাঁকি মাছ ধরে পানিতে পরিষ্কার করতে গেলে হাত ফসকে সে মাছটি পানিতেই চলে যায়। ডাঙায় আসে বন্ধুদের কাছে গল্প দেয় দোস্ত একটা টাকি মাছ ধরেছিলাম বেশ বড় প্রায় ৪ইঞ্জি (হাতের ইশিরায়), সবাই বেশ খুশি হয়; এই খুশির ভাব দেকে আরেকজনার কাছেও বলে একই ভঙ্গীতে এবার হয়ে যায় ৮ইঞ্চি, সেও বিশ্বাস করে, এই বিশ্বাসে সে বলে আরেক জনার কাছে একহাত লম্বা (১৮ইঞ্চি সাইজ)। তৎখনাত সবাই বলে বসে আরে টাকি কখনও এতবড় হয় নাকি। সেটা তো শোল মাছ হওয়ার কথা।

আমরা জানি একজন মানুষ কতটা উপর থেকে লাফিয়ে পরলে কি ধরনের ক্ষতি হতে পারে। তাও আবার অগ্নী দুর্ঘটনা কবলিত গার্মেন্সট বিল্ডিং থেকে গ্লাস ভেগে লাফিয়ে। বসতবাড়ী থেকে ফ্যাক্টরী বিল্ডিং এর ফ্লোর উচ্চতা থাকে বেশী কম করে হলেও ১ফিট। অর্থাৎ ৪তলায় আরো ৪ফিট বেশী উচ্চতা। সেখান থেকে একজন মেয়ে লাফিয়ে পরল ক্ষতি মাত্র ১হাত ১পা ভেঙে। বাহ কি দারুন গল্প। এ যেন ১৮ইঞ্চি সাইজের টাকি মাছ।।।।

সুমিরা আজ হিরো কিন্তু এই হিরোগির আছে তানজির এর মত গার্মেন্টস ছিল বলেই এদেশে। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ঘটনা ঘটে তাই বলে তারা সেটি নিয়ে ক্রেতাদের কাছে নালিশ করে না। নালিশ করতে হলে দেশে নালিশ করে। আমেরিকান মালিকানাধীন ভারতের ভুপালে অবস্থিত ইউনিয়ন কার্বাইড এ একদিন প্রায় হাজারখানেক লোক মারা যাবার কথা আমরা জানি, যদিও মিডিয়ার দৌলতে আমেরিকা তাদের দোষ ভারতের ঘারেই চাপিয়েছে। প্রতিদিনই খনি দুর্ঘটনায় লোক মারা যাবার খবর আসে, খবর আসে তেলের লাইনে কাজ করার সময়, প্লেন দুর্ঘটনায় লোক মারা যাবার খবর। সেখানে যারা তেল কিনছে তাদের কাছে কেও নালিশ করে না, নালিশ করে না যারা প্লেন কিনছে তাদের কাছে। কিন্তু আমরা বাঙালী জন্মই আমাদের খারাপ তা না হলে আমরা কেন অন্যের কাছে ছুটে যাব।

সুমিদের মনে রাখা উচিত অযোগ্য স্বামীর পিটুনি সহ্য না করতে পেরে যখন ধুকে ধুকে মরছিল তখন পড়নে কাপড় তুলে দিয়েছে এই তানজিরের মত শত শত প্রতিষ্ঠান। যৌতুকের জন্য যখন বিয়ে হচ্ছিল না বাবার বোঝা হয়ে ছিল তখন পাশে দাঁড়িয়েছে এই তানজির, বৃদ্ধ বাবা যখন রোগে ভুগছিল তখন পাশে দাঁড়িয়েছে এই তানজির। ভাল খারাপ

সব জায়গাতেই থাকে, এদেশে যেমন আছে মেট্রিক্স গ্রুপ আছে সিনহা গ্রুপ আছে পলমল গ্রুপ, আছে ডিবিএল, অনন্ত হাজারো প্রতিষ্ঠানের মাঝে তানজিরও একটি। হাজার শিল্পের কথা চিন্তা করে দেশীয় একটি প্রতিষ্ঠানের জন্য বিশ্ব দরবারে ক্রেতাদের কাছে অভিযোগ এই শিল্প ধ্বংশেরই ষড়যন্ত্রয় বটে।

ওয়ালমার্টের সাপ্লায়ার ফ্যাশন এভিনিউ যখন, ফরইভার২১ এর মত অনেক প্রতিষ্ঠান যখন এদেশে থেকে পণ্য ক্রয় করে দেশীয় শিল্পের টাকা না দিয়ে প্রতারণ করে বা বিভিন্ন ভাবে কর্তন করে পরিশোধ করে তখন এই সব সুমি ও এনজিওদের দেখা মেলে না।

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File