টেলিভিশনের অপকারিতা।

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:৫০:২৩ দুপুর



টেলিভিশনের ক্ষতিকর দিক সমূহ।

১। সময় মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আর এই সময় অপচয়ের সর্বশ্রেষ্ঠ যন্ত্র টিভি।

২। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিশেষ করে চোখের জ্যোতি নষ্ট করে, ডায়াবেটিক এর ঝুঁকি বাড়ায়, মেরুদণ্ডেরর হাঁড়ের ক্ষয় করে, নিদ্রাহীনতা বৃদ্ধি করে, হার্ট এ্যাটাকের ঝুঁকি বাড়ায় ইত্যাদি।

৩। যৌনতা, নগ্নতা, অশ্লীলতা, সহিংসতা ছড়ানোর প্রধান বাহন টিভি।

৪। এ্যাড বা বিজ্ঞাপনের মাধ্যমে টিভি মানুষকে প্রতারিত করে।

৫। অস্বাভাবিক কল্প কাহিনী, উদ্ভট নাটক -সিনেমা, বাস্তবতা বিবর্জিত সিরিয়াল মানুষের স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে।

৬। টিভি এর দর্শককে এতে নেশাগ্রস্থ করে দিতে পারে।

৭। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নিয়মিতভাবে টিভির দর্শক জীবনে অসুখী।

৮। টিভি মানুষকে শুধু শেখায় কিনুন- ভোগ করুন আবার কিনুন - আবার ভোগ করুন.......।

৯। টিভি মানুষের সুকুমার বৃত্তি নষ্ট করে।

১০। টিভি প্রায় একপক্ষীয়, অর্ধ সত্য কিংবা মিথ্যা খবর পরিবেশন করে।

১১। মানুষকে অলস করে দেয়ার জন্য একটা টিভিই যথেষ্ট।

Click this link

বিষয়: বিবিধ

২৪৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386338
১৩ জানুয়ারি ২০১৯ দুপুর ০১:৪১
আমি আল বদর বলছি লিখেছেন : ধন্যবাদ জনাব

ভাল লাগলো
১৩ জানুয়ারি ২০১৯ দুপুর ০১:৫৫
318212
নিমু মাহবুব লিখেছেন : Good Luck

ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File