পাছে লোকে কিছু বলে - কামিনী রায়
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২২ মে, ২০১৬, ১০:০৭:৩৪ রাত
করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি
সম্মুখ চরণ নাহি চলে,
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ-মত উঠে শুভ্র চিন্তা কত
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে, আঁখি সযতনে শুষ্ক রাখি
নির্মল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে,
পারিনা মিলিতে সেই দলে,
বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান,
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
বিষয়: সাহিত্য
১৬৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি?
মন্তব্য করতে লগইন করুন