বন্ধ হয়ে যাওয়া সোনার বাংলা ব্লগের পাতা থেকেঃ "ভালো লাগে"
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৮ অক্টোবর, ২০১৫, ১০:৪৫:২০ রাত
ভালো লাগে ভোর বিহানে
শিশির ভেজা ঘাস
ভালো লাগে স্বচ্ছ জলে
মুক্ত পাতি হাস।
ভালো লাগে সাতসকালে
রবির রাঙ্গা হাসি,
ভালো লাগে লাঙ্গল কাঁধে
মাঠের পথে চাষী।
ভালো লাগে পথের পাশের
তালগাছেদের সারি,
ভালো লাগে ঘাটের পথে
ঘোমটা পরা নারী।
ভালো লাগে পানির উপর
ভাসলে শাপলা পাতা,
ভালো লাগে যত্নে গড়া
রঙিন নকশি কাঁথা।
ভালো লাগে সোনায় মোড়া
মস্ত ধানের মাঠ,
ভালো লাগে নাওয়ে ভরা
ব্যস্ত নদীর ঘাট।
ভালো লাগে বিকেল বেলায়
হলদে মাখা রোধ,
ভালো লাগে বয়ে চলা
নদীর যত স্রোত।
ভালো লাগে সাঁঝের বেলায়
পাখির কলতান,
ভালো লাগে রাখাল বাঁশির
মিষ্টি মধুর তান।
ভালো লাগে আকাশ জুড়ে
জোছনা মাখা চাঁদ,
ভালো লাগে চাঁদ বিহনে
অমাবস্যার রাতা
ভালো লাগে বাংলা আমার
শুরু থেকে শেষ,
ভালো লাগে সবার চেয়ে
প্রিয় বাংলাদেশ।
সোনার বাংলা ব্লগে এই লেখাটির লিংক ।
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার মধুমাখা কবিতা! পড়লাম আবার এস, বি ঘুরে এলাম! নস্টালজিক!
আশাকরি নিয়মিত লিখবেন!
ইন-শা'-আল্লাহ, নিয়মিত লিখার চেষ্টা করবো।
দোয়া করবেন।
অনেকদিন পর এলেন-
হায় সোনারবাংলা ব্লগ!!
"এখন গ্রহণের কাল"-
তবুও সকল বাংলাব্লগে সে
বেঁচে থাকবে চিরকাল!!
হুম! ঠিক বলেছেন, অনেক দিন পর এলাম।
"এখন গ্রহণের কাল"-
তবুও সকল বাংলাব্লগে সে
বেঁচে থাকবে চিরকাল!!
সোনার বাংলা ব্লগ আর টুডে ব্লগ এক না।
খুলে দিল মনের খিল
ঘুরে এলাম গাঁও-গেরাম
যেথায় আজও লিখা আছে
লতা-পাতায় আমার নাম...
অনেক ধন্যবাদ নিমু মাহবুব ভাই...
অনলাইনে এখন কম আসি।
ব্লগে নিয়মিত হব ইন-শা-আল্লাহ।
শুভ কামনা থাকলো...
মন্তব্য করতে লগইন করুন