হিয়াল ও জামাই
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৩ এপ্রিল, ২০১৫, ০৮:৩৮:৪৫ রাত
হুনছনিগো ছকিনার মা সব্বনাশ অইছে
খোয়াড় ছোলাই রাতাগারে হিয়ালে নিছে,
দমকার হিয়াল কোতুন আইছে মোরগ নিতো আঁর
কি খাবাইমু জামাই আইলে সামনের শনিবার।
খুদ-কুড়া খাবাই মোরগ এত বড় করছি
নিজ হরানরে না দিয়া জামাইর-লাই রাখছি,
জামাই আমার মোরগ ছাড়া খায়না কিছু আর
কি খাবাইমু জামাই আইলে সামনের শনিবার।
জামাই খাউয়াল রান ছাড়া নেলা ধরে না
হিয়ালে তো জামাই-টামাই কিচ্ছু হুনলোনা,
কি ব্যবধান বল মোরে জামাই-হিয়ালে আর
কি খাবাইমু জামাই আইলে সামনের শনিবার।
নিমু মাহবুব অন ফেইসবুক
নিমু মাহবুবের ভার্চুয়াল জগত
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চুল ছিড়ে বেল্লা হবেননা কিন্তু
শশুর বাড়িতে মুরগি খাওয়ায়না। শুধু মুরগির রান খাওয়ায় :-
মন্তব্য করতে লগইন করুন