পা থাকিতে খোঁড়া
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৭:৪৬ সন্ধ্যা
শকুনেরা খামচে ধরছে
দেশের স্বাধীনতা
দেশের পক্ষে কথা বলাই
সবচে বাতুলতা !! ; ;
স্বাধীন দেশে পরাধীন
এটাই বাস্তবতা
মুখ খানা ঠিকই আছে
হয়না বলা কথা।
আইন বানিয়ে করছে তারা
সবার কন্ঠরোধ,
ওরে আশে পাশে নেই কিরে কেউ
ভাঙ্গবে অহংবোধ।
পা দু'খানা ঠিকই আছে
তবু হাঁটতে পারিনা,
হাত দু'খানা সচল আছে
কিছু করতে পারিনা।
তিন আঙ্গুলে কলম চলে
তবু লিখতে পারিনা,
মগজ আছে আগের মতই
কিছু ভাবতে জানিনা।
বুকের ভিতর কষ্টের এক
আগ্নেয়গিরি জ্বলে,
জিন্দা একটা লাশ হয়ে
জীবন যেন চলে।
নসিব মোদের ভালোনা রে
কপালটা যে পোড়া,
পা দু'টো মোর ঠিকই আছে
তবু আমি খোঁড়া।
স্বাধীন দেশে পরাধীন
বড় আজব দেশ,
সোনার মানুষ কবে পাবে
সোনার বাংলাদেশ ??
Click this link
নিমু মাহবুবের ব্লগ
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন