দিল্লিকা লাড্ডুর কবলে!!!!
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৯ মার্চ, ২০১৪, ১০:১৬:৩৮ রাত
দিল্লিকা লাড্ডু আমি কখনো খেয়ে দেখিনি। আসলে খেয়ে দেখার সৌভাগ্যও হয়নি। এই দিল্লির লাড্ডু যে নাকি খায় সেও পস্তায় আর যে না খায় সেও পস্তায়। আর বিয়ের সাথে দিল্লিকা লাড্ডুর নাকি দহরম-মহরম রিলেশন রয়েছে।
বিয়ে না করেও বিপদ আবার করলেও নানান সমস্যা।
যাক এসব কথা বলে লাভ নেই। শুভ সংবাদটা আপনাদের দিয়েই ফেলি। গত ১৪ তারিখে আমি বিয়ে নামক দিল্লিকা লাড্ডুটা গলাদকরণ করে ফেলেছি। তবে মুশকিলের কথা এই টুকু যে, আমার বাড়ি লক্ষীপুর শশুরবাড়ি নরসিংদী।
ব্লগার ও ভিজিটর ভাইদের কাছে দোয়া কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
আর যারা মিষ্টি খাইবার চান ফেসবুকে বার্তা দিতে পারেন। আর যারা এইটুকু কষ্টও করতে নারাজ তাদের জন্য নিচের গুলো রইল।
বিষয়: বিবিধ
১৮৩৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের বাদ দিয়ে
তবুও অভিনন্দন।
এই বার মজা বুঝবেন। আর লক্ষিপুর নরসিংদি বেশি দুর কই। নদির এইপার আর ওইপার।
তাই নাকি!!!!
বিপ্লবী অভিনন্দন আপনাদেরকে! ভাবীকে সংগ্রামী সালাম...
তবে গত দু'মাস ধরে গল্প প্রতিযোগিতার আয়োজন করে বিডি কর্তৃপক্ষ এর দায়দায়িত্ব এড়াতে পারেন্নাহ... অনেকদিন বিয়ে খাইনা! পোস্টটি স্টিকি করার আবেদন রইলো - যাতে সবাই সবার জন্য দোয়া কর্তেপারি...
ভাবীকে সালাম আর আপনাদের সুখী জীবনের জন্য দু’আ এটা আলাদা কথা
আপনাদের দোয়াই কাম্য
আমাদেরকে না জানাইয়া শুভকাজটা সারাইয়া ফালাইলেন.........কি আর করা খালি মুখেই দোয়া করে দিলাম।.......এই ছবিটা কিন্তু ফাটাফাটি হইছে। দেশে গিয়ে আমরাও এরাম এক্কান ছবি তুলব।
আরব আমিরাত প্রবাসী ব্লগারদের পক্ষ থেকে শুভেচ্ছাসহ............
আরেকটা কথা মনে রাখবেন..হ্যাপী ওয়াইফ হ্যাপী লাইফ.............
মন্তব্য করতে লগইন করুন