ওয়েলকাম ব্যাক ছবি ব্লগ: পল্লিগাঁয়ের বনফুল
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২১ মে, ২০১৩, ০৭:৩০:২৩ সন্ধ্যা
আজ আপনাদের গ্রাম বাংলার বনে জঙ্গলে অযত্নে অবহেলায় ফোটা অসাধারণ কিছু ফুল দেখাব। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক।
এই ফুলটির নাম আমি জানিনা। আমাদের বাড়ির বাগিচায় অযত্নে ফুটে আছে।
শীতল পাটি গাছের ফুল।
আপনারা কেই কি এই ফুলের নাম বলতে পারেন??
আরেকটি অসাধারণ ফুল।
হরিঙ্গার লতা ফুল।
বাত্তা গাছের ফুল। গ্রামের মানুষ এটাকে পাত্তা না দিলেও শাক হিসেবে শহরের মানুষের কাছে খুবই প্রিয়।
গাগরা গাছের ফুল।
বেগুন ফুল।
বেলি ফুল।
চিনা বাদাম ফুল।
ফেলেন ডাল ফুল। দেখতে অনেকটা বরবটি সবজির মতো। তবে ববটি নয়।
কড়ই গাছের ফুল।
জাম গাছের ফুল।
আরো ছবি দেখতে নিচের লিঙ্ক-এ ব্রাউজ করুন।
http://beautfulbd.blogspot.com/p/blog-page_25.html
বিষয়: বিবিধ
৩৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন